• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ?

    কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ?    

    আকস্মিকভাবেই ব্রাজিল বিদায় নিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। ব্রাজিলের খেলোয়াড়েরা তো ভেঙে পড়েছেন বটেই, সেই সাথে আগেই ইঙ্গিত দিয়ে রাখা তিতে সরে দাঁড়িয়েছেন প্রধান কোচের পদ থেকে। জীবন যেমন থেমে থাকে না তেমনই বসে থাকার সুযোগ নেয় ব্রাজিলেরও। ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করতে দ্রুতই কোচ বেঁছে নিতে হবে তাদের। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে কারা রয়েছেন সেটাই এক নজরে দেখে আসা যাক।  

     

    আবেল ফেরেইরা

    বিশ্বকাপের আগেই তিতে জানিয়ে রেখেছিলেন ফলাফল যাই হোক ব্রাজিলের দায়িত্বে এটাই হয়তো তার শেষ টুর্নামেন্ট। তখনই ইএসপিএনের বরাতে জানা গিয়েছিল, ব্রাজিলের পরবর্তী কোচ হয়তো হতে যাচ্ছেন পর্তুগালের পালমেইরাসের দায়িত্বে থাকা আবেল ফেরেইরা। কোচিং ক্যারিয়ার দীর্ঘ হলেও বড় কোনও ক্লাবের দায়িত্ব এখন পর্যন্ত নেননি তিনি। ব্রাজিল, গ্রিস ও পর্তুগালের বিভিন্ন ক্লাবের কোচিং করানোর পাশাপাশি পালমেইরাসকে তিনি জিতিয়েছেন ২টি কোপা লিবার্তোদোরেস শিরোপা সহ মোট ৬টি শিরোপা।

    ফার্নান্দো দিনিজ

    তাকে বলা হয় ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’। নিজের লম্বা ক্যারিয়ারে তিনি ফ্লুমিনেন্স, সাও পাওলো, সান্তোস সহ মত ১৭টি ব্রাজিলিয়ান ক্লাবের দায়িত্বে ছিলেন। এবারও ব্রাজিলিয়ান সিরি আতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সাও পাওলোকে টানা ১৭ ম্যাচে অপরাজিত রেখেছিলেন। বলের দখল রেখে দলকে ছোট ছোট পাসে খেলাতে উদগ্রীব এই কোচকে অনেকেই ব্রাজিলের সেরা কোচের তকমাও দিয়েছে। শতাংশের হিসেবে ব্রাজিলে জয়ের রেকর্ডটাও এখনও তার অধীনে। শিরোপার ঝুলি তেমন একটা ভারী না হলেও আক্রমণাত্মক ফুটবল খেলানো দিনিজ হতে পারে ব্রাজিলের এই আক্রমণ নির্ভর দলের জন্য যোগ্য একজন কোচ।

    রেনাতো গাউচো

    গ্রেমিও ও ফ্লামেঙ্গোর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তার ঝুলিতে আছে কোপা লিবার্তোদোরেস ও রেকোপা সুদামেরিকানা। বর্তমানে কোনও ক্লাবের দায়িত্বে নেই গাউচো। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি খুব ভাল করে বোঝা গাউচোকেও তাই বিবেচনা করা হতে পারে।

    দরিভাল জুনিয়র

    ফ্লামেঙ্গো, পালমেইরাস, সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স সহ ২৫টি ব্রাজিলিয়ান ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দরিভাল। সান্তোসে থাকার সময় নেইমার বেড়ে উঠেছিলেন তার সাহচর্যেই। বড় খেলোয়াড় হোক বা তরুণ প্রতিভা - দরিভাল ভালই জানেন কাকে কীভাবে সামলাতে হয়। ব্রাজিলিয়ান লিগে বড় দলগুলোর কোচ তো ছিলেন, সেই সাথে ঝুলিতে বাকি নেই সেই দেশের কোনও শিরোপা। ২০১৬ সালে তিতে দায়িত্ব নেওয়ার আগেও তাকে বিবেচনা করা হয়েছিল। তিতের বিদায়ে এবার হয়তো দরিভালের দ্বারস্থ হতে পারে ব্রাজিল।

    থমাস তুখেল

    চেলসি থেকে বরখাস্ত হওয়ার পরে এখনও কোচিংয়ের দুনিয়ায় ফেরেননি চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচ। জার্মানির দল ঢেলে সাজানোর পরিকল্পনায় যখন কোচ পরিবর্তনের কথাও উঠেছিল তখন জার্মানদের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তুখেল। তবে ফ্লিককেই দায়িত্বে বহাল রাখা হলে এই যাত্রায় সেই দরজা বন্ধই থেকেছে তুখেলের জন্য। ব্রাজিল দলেও সাধারণত দেশের কোচ নেওয়া হলেও এবার রোনালদো সহ বেশ কিছু কিংবদন্তী সাঁই দিয়েছেন বিদেশী কোচ নেওয়ার বিষয়ে। সেরকম হলে তুখেলকে বিবেচনা করতে পারে ব্রাজিল।

    কার্লো আনচেলত্তি

    পরিসংখ্যানের দিক দিয়ে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল কোচকে তো আর আলাদা করে পরিচয় করিয়ে দেবার দরকার নেই। ব্রাজিল কী ধরনের প্রস্তাব দেয় তার ওপর ভিত্তি করে আনচেলত্তি সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে। তবে মার্কা বলছে, আপাতত রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনও সম্ভাবনা নেই এই ইতালিয়ান কোচের। তবে ২০২৪ সালে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আবার প্রস্তাব দিতেও পারে ব্রাজিল।