• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ দালিচের কাছে 'সন্দেহজনক' ঠেকছে সিদ্ধান্তটি

    আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ দালিচের কাছে 'সন্দেহজনক' ঠেকছে সিদ্ধান্তটি    

    ম্যাচে আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে সেই সময়ে শোরগোল কম হয়নি। সেই পেনাল্টি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে গত বিশ্বকাপে থাকা ক্রোয়েশিয়ার সাবেক ফরওয়ার্ড ও বর্তমানে কোচিং দলের সদস্য মারিও মান্দজুকিচ তো দেখেছেন লাল কার্ড! সেই পেনাল্টি নিয়ে আক্ষেপ বা সমালোচনার পরে অবশ্য আর কোনও জায়গাই রাখতে দেয়নি আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে পাশার দান উলটে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা বোধহয় টুর্নামেন্টে নিজেদের সেরাটাই দেখিয়েছে এই ম্যাচে। তবে মন থেকে সেই পেনাল্টির ক্ষত এখনও মুছতে পারেননি ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ।

    কোনও রাখঢাক না রেখে দালিচ বলে বসেন, "সত্যি বলতে প্রথম গোলে যে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিল সেটা তো সন্দেহজনক।"

    নিজের কথাটা আরও গুছিয়ে নিয়ে ক্রোয়েশিয়া কোচ এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করেন, "প্রথমত, ওই গোলটার আগেই আসে আমাদের কর্নারের কথা। ওই আক্রমণটার আগেই আমাদের কর্নার পাওনা ছিল ওখানে, এমনকি আর্জেন্টিনা খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখুন। ওদের দেখেও তাই মনে হচ্ছিল। অথচ রেফারি তোয়াক্কাি করল  না। আর ওখান থেকেই তারপর পেনাল্টি পেয়ে গেল আর্জেন্টিনা। কত সহজে কত সস্তা একটা পেনাল্টি দিয়ে বসলেন রেফারি।"

    ওই পেনাল্টি থেকেই গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। ১-০ ব্যবধানে ওখানে পিছিয়ে পড়ার পর আর ফিরতে পারেনি ক্রোয়েশিয়া। হার নিয়ে তাই আর অভিযোগ করেননি দালিচ। তার অভিযোগের জায়গা শুধু ওই একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হলেও দলকে নিয়ে তিনি নিবেদিতপ্রাণ। এমনকি সংবাদ সম্মেলনে ২০২৪ ইউরো পর্যন্ত চুক্তি অনুযায়ী কোচ থাকার অঙ্গীকারটাও পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন দালিচ।