• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কাতারে ৪৮ দলের বিশ্বকাপ হলে কারা সুযোগ পেত?

    কাতারে ৪৮ দলের বিশ্বকাপ হলে কারা সুযোগ পেত?    

    একটা দিক দিয়ে কাতারে যুগাবসান হচ্ছে। ২০২২ বিশ্বকাপই ৩২ দলের শেষ বিশ্বকাপ, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ৪৮ দলের। কিন্তু এই বিশ্বকাপে যদি ৪৮ দল থাকত তাহলে কারা সুযোগ পেত? তার আগে ২০২৬ বিশ্বকাপের ফরম্যাট একটু জেনে আসা যাক।

    ২০২৬ বিশ্বকাপে বাড়তি যোগ হচ্ছে ১৬টি দল। সবগুলোই ভাগ হয়ে যাচ্ছে সব মহাদেশে। এশিয়ায় এখন সুযোগ পায় চারটি দেশ, তখন হবে আটটি। আফ্রিকায় পায় পাঁচটি, তখন পাবে নয়টি। ইউরোপে এখন ১৩টি পায়, সেটা বেড়ে হবে ১৬। দক্ষিণ আমেরিকায় পায় চারটি (পঞ্চম দল প্লে অফ খেলে), সেখান থেকে হবে ছয়টি। আর উত্তর আমেরিকার তিনটি থেকে বেড়ে হবে ছয়টি দল। অবশ্য পরের বিশ্বকাপে তিন আয়োজক দেশই উত্তর আমেরিকার, তাদের বাইরে খেলবে আর তিন দেশ। ওশেনিয়া থেকে খেলবে একটি দেশ, এখন সরাসরি খেলতে পারে না কেউ। যার মানে সবচেয়ে বেশি দেশ বাড়ছে আফ্রিকার।

    যদি এই বিশ্বকাপে ৪৮ দেশ খেলত, তাহলে বেশ কিছু দেশ সুযোগ পেত। আফ্রিকা থেকে সুযোগ পাওয়া বাড়তি পাঁচটি দেশ হতো আলজেরিয়া, মিশর, মালি, নাইজেরিয়া ও ডমিনিক রিপাবলিক কঙ্গো। যেহেতু এবার এশিয়ায় হচ্ছে, আফ্রিকা থেকে একটি দেশ হতো বাড়তি। এশিয়ার একটি দেশ কমে যেত। বাড়তি দুই দেশ হতো ইরাক ও আরব আমিরাত। ইউরোপ থেকে সুযোগ হতো চূড়ান্ত প্লে অফ খেলা তিন দেশ উত্তর মেসিডোনিয়া, ইউক্রেন ও সুইডেন। ইতালি মেসিডোনিয়াকে হারায় আগেই বাদ পড়ত। উত্তর আমেরিকা থেকে জ্যামাইকা ও পানামা আসত। আর দক্ষিণ আমেরিকা থেকে আসত চিলি, কলম্বিয়া ও পেরু। আর ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হতো মালি ও মেসিডোনিয়ার।