• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কার হাতে উঠবে গোল্ডেন গ্লাভস?

    কার হাতে উঠবে গোল্ডেন গ্লাভস?    

    বিশ্বকাপের শ্রেষ্ঠ গোলরক্ষকের হাতে উঠে থাকে গোল্ডেন গ্লাভস। গত তিন আসরে এই ব্যক্তিগত পুরষ্কার উঠেছে বেলজিয়ামের থিবো কর্তোয়া, জার্মানির ম্যানুয়েল নয়্যার ও স্পেনের ইকার ক্যাসিয়াসের হাতে। এই তালিকার পরবর্তী জায়গাটি নিতে পারেন কোন গোলরক্ষক, চলুন দেখে নেওয়া যাক-   

    এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) 
    গত বিশ্বকাপে উইলি কাবায়েরোর পারফরম্যান্সের কথা কার না মনে নেই! এরপর ‘১৯ কোপা আমেরিকায় আর্জেন্টিনার গোলরক্ষক ছিলেন ফ্রাঙ্কো আরমানি। দুই বছর আগে দলে জায়গা করে নেওয়া এমি মার্টিনেজ তাই আর্জেন্টিনার জন্য আশীর্বাদের মতোই। ‘২১ কোপা আমেরিকায় গোল্ডেন গ্লভস জেতা এই অ্যাস্টন ভিলা কিপার এই বিশ্বকাপেও গোলমুখে দানবীয় ভূমিকা পালন করেছেন। রবার্ট লেভানডফস্কিকে ঠেকিয়ে গ্রুপ পর্ব পেরোনো, নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে উদ্ধার করা, সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্লিনশিট রাখা মার্টিনেজ আর্জেন্টিনার সফল বিশ্বকাপযাত্রায় তার ভূমিকা যথাযথভাবেই পালন করেছেন। 

    ম্যাচ: ৬
    ক্লিনশিট: ৩
    বিপক্ষে গোল: ৫
    মোট সেভ:  ৫

    ডমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া) 
    ক্রোয়েশিয়ার সেমিফাইনালে উঠায় সবচেয়ে বেশি ভূমিকা রাখা খেলোয়াড়দের একজন লিভাকোভিচ। গ্রুপ পর্বে দ্বিতীয় র‍্যাংকধারী বেলজিয়াম ও আরেক সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ক্লিনশিট রেখেছেন তিনি। এরপর নকআউট পর্বে পর পর দুই ম্যাচে দলকে জিতিয়েছেন টাইব্রেকার। বিশেষ করে টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিলের বিপক্ষে তার পারফরম্যান্সই ক্রোয়েশিয়াকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। বিশ্বকাপে এই ডিনামো জাগরেব গোলরক্ষকের সেভসংখ্যাও অন্য যেকোনো কিপারের চেয়ে অনেক বেশি। 

    ম্যাচ: ৬
    ক্লিনশিট: ৩
    বিপক্ষে গোল: ৬ 
    মোট সেভ: ২৩

    ইয়াসিন বনো (মরক্কো) 
    মরক্কোর অনুপ্রেরণাময় বিশ্বকাপ যাত্রার কেন্দ্রে ছিল তাদের রক্ষণ। এবং সেই রক্ষণের কেন্দ্রে ছিল সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বনো। সেমিফাইনালের আগ পর্যন্ত কোনো প্রতিপক্ষ খেলোয়াড় পরাস্ত করতে পারেনি বনোকে (মরক্কোর খাওয়া একমাত্র গোলটি ছিল আত্মঘাতী)। স্পেনের বিপক্ষে টাইব্রেকারেও বল জালে জড়াতে দেননি বনো, পর্তুগালের বিপক্ষে ফিরিয়ে দিয়েছেন রোনালদো, ফেলিক্স, রামোসদের সবাইকে।

    ম্যাচ: ৫ 
    ক্লিনশিট: ৩
    বিপক্ষে গোল: ৩ 
    মোট সেভ: ৬ 

    বিশেষ উল্লেখ: ভয়চেক শেজনি (পোল্যান্ড)