• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    দেশে ফিরেই নেইমারের পার্টি, ক্ষুব্ধ ব্রাজিল সমর্থকেরা

    দেশে ফিরেই নেইমারের পার্টি, ক্ষুব্ধ ব্রাজিল সমর্থকেরা    

    বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আবার ফুটবল-বহির্ভূত বিতর্কে জড়ালেন ব্রাজিল তারকা নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই আমোদ পার্টি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

    ফোলহা দে সাও পাওলো নামের এক স্থানীয় দৈনিক জানিয়েছে, সাও পাওলোতে ফিরেই বোনের বাসায় একটি বড় পার্টি দিয়েছেন এই ৩০ বছর বয়সী। সেই পার্টিতে নেইমারের সতীর্থ অ্যান্টনি ও গায়ক জোয়াও গোমেজের মতো ব্রাজিলের অনেক বড় বড় সেলেব্রিটিকেও দেখা গেছে। 

    ব্রাজিল সমর্থকদের একটি বড় অংশের কাছে এমনিতেই নিন্দিত নেইমার এই গুঞ্জনের পর আবার ভক্তদের রোষানলে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেইমার-বিরোধী মন্তব্যের ঝড় উঠেছে এই খবর বের হওয়ার পর। একজন ব্রাজিল সমর্থক কমেন্টে লিখেছেন, “এই লোক জাতীয় দলে খেলার যোগ্য না। দেখ সে ক্লাবের হয়ে কেমন খেলে আর ব্রাজিলের হয়ে কেমন খেলে…গতকাল মেসির খেলা দেখেছেন?” 

    তবে নেইমারের সমর্থনেও এসেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ওয়াও, এইরকম দুর্বল একটি জাতীয় দলের জন্য নেইমার সব ছেড়ে দিবে? সে খেলেছে, দল হারায় কষ্ট পেয়েছে, ব্যাস শেষ। সে ধনী এবং তরুণ, জীবনে খুশি হওয়ার মতো আরও কিছু আছে তার। মানসিকভাবেও নিজেকে স্বস্তি দিতে চাইলে পার্টি দেওয়ার চেয়ে ভালো কোনো ছুতো নেই।”