• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ক্যামেল ভাইরাসে আক্রান্ত ফ্রান্স: হোটেলে চলছে আদা-চা

    ক্যামেল ভাইরাসে আক্রান্ত ফ্রান্স: হোটেলে চলছে আদা-চা    

    বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে নতুন শংকা ক্যামেল ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর মধ্যেই সেমিফাইনালের ম্যাচ মিস করেছেন আদ্রিয়েন রাবিও এবং দায়োত উপামেকানো। কিংসলে কোমানও ভুগছেন এই সমস্যায়, ফ্রান্সের সংবাদ সম্মেলনেও তাই এলো এই প্রসঙ্গ। উসমান দেম্বেলে জানালেন, ভাইরাস উপশমের জন্য হোটেলে রঙ চা বানিয়ে খাওয়াচ্ছেন।

    কাতারের আবহাওয়া ও স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে ঠান্ডার সমস্যার শুরু ফ্রান্স দলে। সেটাও কয়েকদিন আগে। সেমিফাইনালে যে জন্য ছিলেন না রাবিও ও উপামেকানো। রাবিওকে সেমিতে দলের সাথেই আনা হয়নি, উপাকেমানো বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। তবে ফ্রান্স কোচ দেশম সেমির পর বলেছিলেন, আরও খেলোয়াড়দের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা করছেন তারা। এর মধ্যেই কোমানের এই ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর হওয়ার খবর জানা গেছে। 

    আবার জানা গেছে, ভারানে ও কোনাতেও চোটের হালকা সমস্যায় ভুগছেন। কোমানসহ কাল এ দুজন আলাদা অনুশীলন করেছেন। তবে রাবিও ও উপামেকানো ফিট হওয়ার পথে। কাল ফ্রান্সের সংবাদ সম্মেলনে উসমান দেম্বেলে বললেন, দুই অসুস্থ সতীর্থকে কীভাবে সেবা করেছেন তিনি, 'না, আমরা এই ভাইরাসকে ভয় পাচ্ছি না। উপামেকানো ও রাবিওর মাথা ব্যথা ছিল। আমি দুনের জন্য আদা ও মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি তাদের। প্রথমে ওরা আলাদা অনুশীলন করেছিল সতর্কতা হিসেবে। এখন ওরা ঠিক আছে, দলের সাথে যোগ দিয়েছে।'

    আরেক খেলোয়াড় রান্ডাল কোলো মুয়ানি সরাসরিই বলে দিয়েছেন, রাবিও-উপামেকানো ফানালে ফিট হয়ে মাঠে নামবেন। তবে ফ্রান্স থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এখনো। রোববার বাংলাদেশ সময় রাত নয়টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।