• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন আবেগাপ্লুত মেসি

    খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন আবেগাপ্লুত মেসি    

    বিশ্বকাপের আগে বলেছিলেন একবার। ফাইনালের আগে আরও একবার বললেন, এবারের বিশ্বকাপই তার শেষ। তবে জাতীয় দল থেকে এখনই বিদায় বলছেন না মেসি। ম্যাচ শেষে জানাচ্ছেন, আর্জেন্টিনার দলের হয়ে খেলে যাবেন আপাতত। 

    ৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ২০১৪ সালে তীরে এসে তরী ডোবার পর মেসি বিশ্বকাপ জিতেছেন অবশেষে। এর আগে কোপার ফাইনালে হারের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। 

    এই বিশ্বকাপে আগে বলেছিলেন, পরের বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না। ফাইনালের আগেও সেরকম কথা বলেছেন। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে দেখা যাবে আরও কিছুদিন, আশ্বস্ত করেছেন সেটি। ২০২১ কোপা জয়ে প্রথম পেয়েছিলেন বড় কোনো আন্তর্জাতিক ট্রফি। ২০২২ সালে এসে পেলেন বিশ্বকাপ। ২০২৪ সালে আবারও কোপা আছে। অন্তত ততদিন পর্যন্ত হয়তো খেলে যেতে চাইবেন মেসি।