• অন্যান্য
  • " />

     

    ফিরে দেখা ২০২২ : খেলার মাঠে যেমন ছিল ঘটনাবহুল এই বছর

    ফিরে দেখা ২০২২ : খেলার মাঠে যেমন ছিল ঘটনাবহুল এই বছর    

    দেখতে দেখতে ফুরিয়ে এসেছে ২০২২ সালের আয়ু। আর মাত্র কদিন, বিদায় নেবে পুরনো বছর। আপনার ড্রইং রুমে জায়গা করে নেবে ২০২৩ সালের ঝকঝকে ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডারটা ঝুলানোর আগে চাইলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন ২০২২ সালে। কারণ ক্রিকেটের বাইশ গজের উইকেট, ফুটবলের লম্বা মাঠে, টেনিসের হার্ড, ক্লে কিংবা ঘাসের কোর্টে এত ঘটনাবহুল ৩৬৫ দিন আগে এসেছে কিনা, সেটা হতে পারে আপনার ক্রীড়াপ্রেমী মনের  চিন্তার খোড়াক। 

    বছরের শেষ প্রান্তে এসে খেলার মাঠের সকল অর্জন, অঘটন, চমক কিংবা বিদায়ের সুরটা আবারও মনে করিয়ে দেয়ার প্রয়াস প্যাভিলিয়নের।  

    ক্রিকেট

    বছরের শুরুটা হয়েছিল বাংলাদেশের মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় দিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ জিতেছিল প্রথম টেস্ট। অচেনা কন্ডিশনে দারুণ ব্যাটসম্যানশিপের পরিচয় দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়, লিটন দাস, মুমিনুল হকরা। সেই টেস্ট পুনর্জীবন দিয়েছে এবাদত হোসেনের ক্যারিয়ারকে। দারুণ সেই টেস্ট জয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন ডানহাতি এই পেসার। একাই নিয়েছিলেন ৬ উইকেট। 

    বছরের শুরুতে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয় বিপিএল শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

     

    বিপিএল শেষে বাংলাদেশ ক্রিকেট দল গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। রীতিমতো অসাধ্য সাধন করেছিলেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। প্রোটিয়াদের মাটিতে তাদেরই ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। আগুনে বোলিংয়ে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ডানহাতি এই পেসার।

    আইপিএলের ১৫তম আসরেরও পর্দা উঠেছিল এই বছরে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরের। নবাগত দল গুজরাট টাইটান্স দেখিয়েছে নিজেদের প্রথম আসরেই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে দলটি।  

    এপ্রিলে ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন অ্যালিসা হিলি।

    রীতিমতো গৃহযুদ্ধ চলছিল শ্রীলংকায়। জনগণ কর্তৃক লংকান সরকারের পতনের ডামাডোলে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গিয়েছিল শ্রীলংকা। এবং সেখানে লংকানদের বাজিমাত। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবার তুলে ধরেছিল এশিয়া কাপের শিরোপা। 

    এশিয়া কাপেই ঘুচেছে ভিরাট কোহলির সেঞ্চুরিখরা। আফগানিস্তানের বিপক্ষে ১০২০ দিনের অপেক্ষা ফুরিয়েছে তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে। 

     

    বছরের শেষ ক্রিকেটীয় ধামাকা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় সেই পাকিস্তানকে হারিয়েই ক্রিকেটের ক্ষুদ্র এই ফরম্যাটের বিশ্বকাপের দ্বিতীয় ট্রফিটা ঘরে তুলেছে ইংল্যান্ড।

     

    এর মধ্যে ডিসেম্বরে এক অঘটন ঘটিয়ে বসেছে সিডনি থান্ডার্স। বিগ ব্যাশে মাত্র ১৫ রানে গুটিয়ে গেছে দলটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও এটি। 

    মার্চ মাসে ক্রিকেট হারিয়েছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারই দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস।  মারা গেছেন সাবেক অজি ক্রিকেটার রডনি মার্শও। অবসর নিয়েছেন ইওন মরগান, কাইরন পোলার্ড, রস টেলর। 

     

    ফুটবল

    দীর্ঘদিন চাতক পাখির মতো আফকন শিরোপার অপেক্ষায় ছিল সেনেগাল। কাছে গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। তবে ২০২২ সালে সে অপূর্ণতা ঘুচেছে সাদিও মানেদের। মিশরকে হারিয়ে প্রথমবার আফকনের ট্রফিটা ঘরে নিয়ে ফিরেছেন আলিও সিসের শিষ্যরা। 

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের দাপট বজায়  ছিল এই বছরও। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে ধরাছোঁয়ার আরও বাইরে চলে গেছেন করিম বেনজেমারা।

    সেই মৌসুমে কেবল চ্যাম্পিয়নস লিগেই ১৫ গোল করেছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারের হাতে উঠেছে প্রথম ব্যালন ডি’অর। 

    কোপা আমেরিকার গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গত ইউরো জিতেছে ইতালি। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে মাঠে গড়িয়েছিল ফাইনালিসিমা, যার অন্য নাম ‘আর্তেমিও ফ্রাঞ্চি’ কাপও। আন্তঃমহাদেশীয় এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

    ইংল্যান্ডের মেয়েরা জিতেছে তাদের প্রথম ইউরো। এক পয়েন্টের ব্যবধানে লিভারপুলকে হারিয়ে নাটকীয়ভাবে প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। 

    বাংলাদেশের নারী ফুটবলের জন্য অনন্য এক মাইলফলক ২০২২ সাল। হিমালয়ের কোলে, নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকেই হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। দেশের নারী ফুটবলের প্রথম বড় কোনো শিরোপা জয়ের সাক্ষী হয়ে রইল ২০২২। দেশে ফেরার পর সাবিনা-শামসুন্নাহার-কৃষ্ণাদের ছাদখোলা বাসে বরণ করে নিয়েছিল রাজধানীবাসী।

    বছরের শেষটা ছিল ব্লকবাস্টার। চার বছর পর বিশ্বকাপ ফিরেছিল ধরাধামে, কাতারের বুকে। দারুণ সব ম্যাচ উপহার দিয়েছে দলগুলো। শুরুতেই আর্জেন্টিনার হোঁচট সৌদি আরবের কাছে। মরক্কো তরতরিয়ে উঠে গিয়েছিল সেমিফাইনালে, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের এবারও ফিরতে হয়েছে খালি হাতে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে শেষবার দেখে ফেলেছে বিশ্বকাপ। ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হয়নি এবারও। আর্জেন্টিনা প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ নিয়েই কাতার ছেড়েছে। লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। যে ট্রফির জন্য মেসির আজন্ম অপেক্ষা ছিল, তাও ফুরিয়েছে এবার কাতারের লুসাইল স্টেডিয়ামে। 

     

    টেনিস

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতে বাকিদের ছাপিয়ে গেছেন রাফায়েল নাদাল। ২২তম গ্র্যান্ডস্ল্যামটি হাতে তুলেছেন ফ্রেঞ্চ ওপেনে ক্যাসপার রুডকে হারিয়ে। উইম্বলডন জিতেছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের মুকুট উঠেছে ১৯ বছর বয়সী কার্লোস আলকারাজের মাথায়। 

    এই বছরই টেনিস র‍্যাকেট তুলে রেখেছেন কিংবদন্তি রজার ফেদেরার। লেভার কাপে শেষবারের মতো টেনিস কোর্টে নেমেছিলেন এই সুইস তারকা। সঙ্গী ছিলেন তারই বন্ধু, চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। ম্যাচের আগে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল কোর্টের চারপাশে। চোখের জলে দীর্ঘদিনের ক্যারিয়ারকে বিদায় বলেছেন ফেদেরার।