• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়ন্স লিগ শনি-রোববার ?

    চ্যাম্পিয়ন্স লিগ শনি-রোববার ?    

    আর হয়তো মঙ্গল-বুধবার রাত জেগে চ্যাম্পিয়ন লিগের খেলার জন্য বসে থাকতে হবে না। ঘুম ঘুম চোখে দেখতে হবে না বার্সা-বায়ার্ন-রিয়ালের খেলা। সপ্তাহের মাঝামাঝি থেকে সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সূচি শনি-রোববারে নিয়ে আসার একটা প্রস্তাব করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২১ সাল থেকে এই প্রস্তাব কার্যকর করা হতে পারে।

    উয়েফা জানিয়েছে, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে এই প্রস্তাব নিয়ে তারা আলোচনা শুরু করেছে। আগামী পাঁচ বছর পর্যন্ত অবশ্য টিভি সম্প্রচারজনিত জটিলতার কারণে সময় পরিবর্তন করা হচ্ছে না। আর কোনো পরিবর্তন হলে ঘরোয়া লিগের সূচির সঙ্গে সেই সময় কীভাবে সামঞ্জস্য করা হবে এই প্রশ্নও চলে আসছে।

    কিন্তু হঠাৎ চ্যাম্পিয়নস লিগের সময় বদলানোর কথা উঠছে কেন?  আরও বেশি লোক যাতে নিজেদের সপ্তাহান্তে নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে পারে, বিশেষ করে এশিয়াবাসীদের জন্যই এমন ভাবনা হচ্ছে।

    ১৯৬৮ সাল থেকে চ্যাম্পিয়নস লিগের খেলা সপ্তাহের মাঝামাঝি হয়ে আসছে। ২০১০ পর্যন্ত ফাইনালও সপ্তাহের মাঝামাঝিই হতো। তবে এরপর থেকে সেটি শনিবারে হয়ে আসছে। ২৮ মে রিয়াল-অ্যাটলেটিকোর চ্যাম্পিয়নস লিগ ফাইনালও হবে শনিবারেই।