• দলবদলের যত খবর
  • " />

     

    দলবদল সমাচার: শেষদিনে ক্লাব বদলেছেন যারা

    দলবদল সমাচার: শেষদিনে ক্লাব বদলেছেন যারা    

    ডেডলাইন ডে সাধারণত দলবদল উইন্ডোর সবচেয়ে ব্যস্ততম দিন হয়ে থাকে। এবারের জানুয়ারি উইন্ডোতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ডেডলাইন ডে’র সিংহভাগ দলবদলই হয়েছে লোনে। চলুন দেখে নেওয়া যাক শেষদিনের শীর্ষ দলবদলগুলো- 

    • এনজো ফার্নান্দেজ (বেনফিকা থেকে চেলসি): ১২০ মিলিয়ন ইউরো  

    মাসের শুরুতে ভেঙে যাওয়া আলোচনা আবার ডেডলাইন ডে’তে এসে চাঙা করে চেলসি। ডেডলাইন শেষ হওয়ার ঘণ্টা-খানেক আগে বেনফিকার সঙ্গে সমঝোতায় পৌঁছায় টড বোয়েহলির ক্লাব।

    • জোয়াও ক্যান্সেলো (ম্যান সিটি থেকে বায়ার্ন মিউনিখ): লোন 

    ম্যান সিটিতে আর থাকতে না চাওয়া জোয়াও ক্যান্সেলো একরকম জোর করেই ক্লাব ছেড়েছেন মৌসুমের মাঝখানে। বায়ার্ন তাকে ছয় মাসের জন্য লোনে নিলেও তাদের হাতে থাকছে ৭০ মিলিয়ন ইউরোয় দলবদলটি স্থায়ী করার।  

    • জর্জিনহো (চেলসি থেকে আর্সেনাল): ১২ মিলিয়ন পাউন্ড

    ব্রাইটনের মোইসেস কেইসেডোকে দলে ভেড়াতে চেয়েছিল আর্সেনাল। কিন্তু সেই আলোচনা ভেস্তে গেলে বিকল্প হিসেবে চেলসি থেকে জর্জিনহোকে দলে ভেড়ায় তারা।  

    • মার্সেল সাবিতজার (বায়ার্ন মিউনিখ থেকে ম্যান ইউনাইটেড): লোন 

    গোড়ালির ইনজুরিতে মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন, এই খবর আজকেই পায় ম্যান ইউনাইটেড। এবং দেরি না দ্রুতই বিকল্পের ব্যবস্থা করে তারা। বায়ার্নের মূল দলে জায়গা না পাওয়া সাবিতজারকে ছয় মাসের লোনে পাচ্ছে ইউনাইটেড, সঙ্গে থাকছে না কেনার অপশন। 

    অন্যান্য দলবদল:

    পেদ্রো পোররো (স্পোর্টিং থেকে স্পার্স): লোন

    ওয়েস্টন ম্যাকেনি (জুভেন্টাস থেকে লিডস): লোন

    ব্রায়ান গিল (স্পার্স থেকে সেভিয়া): লোন 

    মার্কুইনোজ (আর্সেনাল থেকে নরউইচ): লোন 

    থরগান হ্যাজার্ড (ডর্টমুন্ড থেকে পিএসভি): লোন 

    হেক্টর বেলেরিন (বার্সেলোনা থেকে লিসবন): লোন 

    হাকিম জিয়েশ (চেলসি থেকে পিএসজি): লোন 

    ম্যাট ডোহার্টি (স্পার্স থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ): লোন