• লা লিগা
  • " />

     

    রিয়ালকে রুখে দিল ১০ জনের অ্যাটলেটিকো

    রিয়ালকে রুখে দিল ১০ জনের অ্যাটলেটিকো    

    রিয়াল মাদ্রিদ ১:০ অ্যাটলেটিকো মাদ্রিদ 


    প্রথমার্ধে বক্সে ভালভার্দের হ্যান্ডবল, দ্বিতীয়ার্ধে কোরেয়ার লালকার্ড দেখা ও মোরাতার পেনাল্টি আবেদন প্রত্যাখ্যাত হওয়া, সান্তিয়াগো বার্নাব্যুর ৯০ মিনিটে বেশ কিছু সিদ্ধান্তই গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। কিন্তু ডিয়েগো সিমিওনের প্রথাগত রক্ষণাত্মক মানসিকতা ও ট্যাকটিস নিয়ে খেলতে নামা দলটি নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উদ্ধার করেছে, আহত করেছে রিয়ালের শিরোপা ধরে রাখার প্রত্যাশাকেও। 

    তিন দিন আগেই লিভারপুলের বিপক্ষে হাই-ইনটেনসিটির একটি ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের শারীরিক ভাষায় ফ্যাটিগ চোখে পড়ে ম্যাচের শুরুতেই। ডেভিড আলাবা ও রদ্রিগো ইনজুরড হওয়ায় এদিন দলও ছিল অপেক্ষাকৃত দুর্বল। অপরদিকে ৪-৫-১র রক্ষণাত্মক এক লাইনাপ নিয়ে মাঠে নামে অ্যাটলেটিকো, যার আক্রমণভাগে শুধু গ্রিজমান একা। গ্রিজমানও অন্য যেকোনো ফরওয়ার্ডের চেয়ে বেশি রক্ষণ-মনস্ক। 

    খাতায়-কলমে যা হওয়ার কথা ছিল, তাই হয়েছে প্রথমার্ধে। সমান সমান খেলে যাওয়া দুই দলের কেউই গোল দেওয়ার মতো বড় সুযোগ তেমন তৈরি করতে পারেনি। ২৩ মিনিটে অ্যাটলেটিকো ডিফেন্ডার রেইনাল্ডো চোটের জন্য মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন হোসে মারিয়া হিমেনেজ।

    দ্বিতীয়ার্ধে একটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে অ্যাটলেটিকো। এই অর্ধের শুরুতেই একজন মিডফিল্ডারকে বসিয়ে ফরওয়ার্ড আনহেল কোরেয়াকে মাঠে নামান সিমিওনে। কিন্তু মাঠে বেশিক্ষণ থাকা হয়নি কোরেয়ার। ৬৪ মিনিটে রুডিগারকে এক হাতে ধাক্কা দেওয়ার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখায় রেফারি। রিপ্লেতে এই ধাক্কাকে গুরুতর মনে না হলেও সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করেনি ভিএআর। 

    নিজেদের ভাগ্য মেনে নেওয়া অ্যাটলেটিকো ১০ জনে গেলেও সুযোগ বুঝে আক্রমণ চালাতে থাকে। এরকম এক আক্রমণ থেকে ৭৮ মিনিটে ফ্রিকিক পায় তারা। গ্রিজমানের নেওয়া সেই ফ্রিকিকে দুর্দান্ত একটি হেড করে দলকে এগিয়ে নেন হিমেনেজ। 

    ১০ জনের দলের কাছে পিছিয়ে যাওয়া রিয়াল তখন পাল্টা আক্রমণ চালাতে শুরু করে অপর পাশে। ৮৫ মিনিটে কর্নার থেকে বদলি নামা তরুণ স্ট্রাইকার আলভারো রদ্রিগেজের হেডে সমতা ফেরায় রিয়াল। 

    সমতায় ম্যাচ শেষ হলেও অ্যাটলেটিকোর জন্য এই এক পয়েন্ট প্রায় জয়ের মতোই। অপরদিকে, এক পয়েন্ট নিয়ে মাদ্রিদের সন্তুষ্ট হওয়ার তেমন কারণ নেই। আগামীকাল লিগে বার্সেলোনা জিতলে তারা রিয়ালকে ছাড়িয়ে যাবে ১০ পয়েন্টে।