• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ফিফা বেস্ট: কখন, কোথায় এবং কে কোন পদক পাচ্ছেন

    ফিফা বেস্ট: কখন, কোথায় এবং কে কোন পদক পাচ্ছেন    

    বর্ষসেরাদের আসর, ‘ফিফা বেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সোমবার। ২০২২ সালের বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলের পাশাপাশি এদিন পুরস্কৃত হবেন ভক্তরাও। 

    চলুন ‘ফিফা বেস্ট’-এর বিস্তারিত সব তথ্য জেনে নেওয়া যাক- 

    কখন? 

    ২৭শে ফেব্রুয়ারি, সোমবার। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা। 

    কোথায়? 

    সাল পায়েল, প্যারিস, ফ্রান্স।  

    কোথায় দেখা যাবে? 

    ফিফা প্লাস ও ফিফার ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখা যাবে এই অনুষ্ঠান। 

     

    পুরস্কার ও মনোনয়ন 

    ২০২২ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, অনুষ্ঠানে প্রধান দুই পুরস্কার পাচ্ছেন তারাই। তবে এর বাইরেও বেশ কিছু পদক দেওয়া হবে নিয়ম অনুযায়ী। মনোনীতদের তালিকা-  

    বর্ষসেরা পুরুষ ফুটবলার 

    • করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
    • কিলিয়ান এমবাপে (পিএসজি) 
    • লিওনেল মেসি (পিএসজি)

    বর্ষসেরা নারী ফুটবলার 

    • বেথ মিড (আর্সেনাল)
    • অ্যালেক্স মরগান (সান দিয়েগো ওয়েভ)
    • অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

    বর্ষসেরা পুরুষ গোলরক্ষক

    • ইয়াসিন বনো (সেভিয়া)
    • থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
    • এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)

    বর্ষসেরা নারী গোলরক্ষক

    • অ্যান-ক্যাটরিন বার্গার (চেলসি)
    • মেরি ইয়াপস (ম্যানচেস্টার ইউনাইটেড)
    • ক্রিশ্চিয়ান এন্ডলার (লিঁও)

    বর্ষসেরা পুরুষ কোচ

    • কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
    • পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
    • লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

    বর্ষসেরা নারী কোচ

    • সোনিয়া বোম্পাস্টর (লিঁও)
    • পিয়া সুন্ধাগে (ব্রাজিল)
    • সারিনা উইগম্যান (ইংল্যান্ড)

    বর্ষসেরা গোল- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড

    • মার্সিন ওলেক্সি (স্তাল রেজেসওর বিপক্ষে)
    • দিমিত্রি পায়েত (পাওক থেসালোনিকির বিপক্ষে)
    • রিচার্লিসন (সার্বিয়ার বিপক্ষে)

    ফিফা ফ্যান অ্যাওয়ার্ড

    • আবদুল্লাহ আলসুলমি 

    জন্মভূমি জেদ্দা থেকে পায়ে হেঁটে দোহায় গিয়েছিলেন এই ভক্ত, তার দল সৌদি আরবকে বিশ্বকাপে দেখতে। ১১৬০ কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার মাঝে তিনি পেরিয়েছেন মরুভূমিও। 

    • আর্জেন্টাইন ভক্তরা 

    অস্বাভাবিক শোরগোল ও প্রাণবন্ত সমর্থনের মাধ্যমে কাতারে দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনা ভক্তরা।  

    • জাপানি ভক্তরা 

    মাঠ ও হোটেলরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিখ্যাত জাপানি ভক্তরা এবারও মনোনয়ন পেয়েছেন।