• অন্যান্য
  • " />

     

    টানা ডাকের কেচ্ছা:কোথায় দাঁড়িয়ে সূর্যকুমারের রেকর্ড

    টানা ডাকের কেচ্ছা:কোথায় দাঁড়িয়ে সূর্যকুমারের রেকর্ড    

    ক্রিকেটে রানের খাতা খোলার আগেই বাড়ি ফেরার ঘটনা তো হরহামেশাই ঘটছে। তবুও সূর্যকুমার যাদবকে ঘিরে কেন এতো আলোচনা? আলোচনার উৎস - টানা তিন ওয়ানডেতে গোল্ডেন ডাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনি দুর্বিষহ এক সিরিজ কাটাতে হল আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারকে। তবে সেটা কি খুব একটা বিরল ঘটনা ক্রিকেট ইতিহাসে? সেটাই খতিয়ে দেখা যাক।

    ৪- ক্রিকেট ইতিহাসে টানা চার ওয়ানডেতে ডাকের রেকর্ডও রয়েছে। দুর্ভাগ্যজনক এই রেকর্ডের ভাগীদার ৫ জন:

    গাস লোগি (ওয়েস্ট ইন্ডিজ): ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা চার ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন লোগি। তবে গোল্ডেন ডাকের দেখা পেয়েছিলেন শুধু তৃতীয় ম্যাচে।

    প্রমোদ্য ভিকরামাসিংহে (শ্রীলঙ্কা): ভিকরামাসিংহের ভাগ্যটা বেজায় খারাপ বলতেই হয়। ১৯৯৬ সিঙ্গার কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারার ম্যাচে গোল্ডেন ডাকের দেখা পেলেন; এরপর দুই বছর আর ওয়ানডেতে ব্যাট ধরা হয়নি। দুই বছর দুই দিন পর ব্যাট হাতে নামলেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। সেখানেও গোল্ডেন ডাক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মিডল অর্ডারে নেমেও গোল্ডেন ডাক!  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য প্রথম বলে ফেরার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে ফিরেছিলেন পঞ্চম বলে, তবে ওই শূন্য রানেই।

    হেনরি ওলোঙ্গা (জিম্বাবুয়ে): ওলোঙ্গার টানা চার ডাকের ঘটনা কয়েক মাসব্যাপী। সেই সাথে টানা চার ডাকের ঘটনা তিন দেশের বিপক্ষে: শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে পেয়েছিলেন গোল্ডেন ডাক।

    ক্রেইগ ওয়াইট (ইংল্যান্ড): ইংলিশ এই অলরাউন্ডার টানা দুই ডাকের দেখা পেয়েছিলেন, ঠিক চতুর্থ বলেই, পাকিস্তানের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কাতে গিয়েও প্রথম দুই ম্যাচে পেলেন ডাকের দেখা, যার মধ্যে প্রথমটা আবার গোল্ডেন ডাক।

    লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): মালিঙ্গার প্রথম দুটো ডাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে এরপর গোল্ডেন ডাকের দেখা পাওয়ার পর ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেও দেখা পেয়েছিলেন গোল্ডেন ডাকের।

    ৩- ওয়ানডে ক্রিকেটে টানা তিন ডাকের দেখা পেয়েছেন ৬৩ জন ক্রিকেটার! এর মধ্যে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, শোয়েব মালিক, অ্যালেক স্টুয়ার্ট, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনারদের মত কিছু অনাকাঙ্ক্ষিত নাম।

    তবে এদের মধ্যেও ব্যতিক্রম লাসিথ মালিঙ্গা, তিনটি ভিন্ন ভিন্ন ঘটনায় তিনি টানা তিন ওয়ানডেতে ডাকের শিকার হয়েছেন। এছাড়া চামিন্ডা ভাসকেও দুই বার এই অঙ্কাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে।

    তালিকায় বাংলাদেশের ক্রিকেটার আছেন ৪ জন:

    হাবিবুল বাশার
    মোহাম্মদ রফিক
    মুশফিকুর রহিম
    মেহেদী হাসান মিরাজ

    সূর্যকুমার যেখানে মহাদুর্ভাগা

    সূর্যকুমারের এই ঘটনা ক্রিকেট ইতিহাসে পঞ্চম। টানা তিন ওয়ানডেতে গোল্ডেন ডাক খাওয়ার ঘটনা এর আগে বেশি ঘটেনি। এর আগে শেষ ঘটনাটা ঘটেছিল স্কটল্যান্ডের হামজা তাহিরের সাথে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাকের দেখা পাওয়ার পর ২০২২ সালে এসে টানা দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষে শূন্য রানে ফিরে এই অনাকাঙ্খিত রেকর্ডে ভাগ বসিয়েছেন।