• বুন্দেসলিগা
  • " />

     

    কেন বিদায় নিলেন নাগেলসমান?

    কেন বিদায় নিলেন নাগেলসমান?    

    চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচের আট জয়, বুন্দেসলিগায় এখনও শিরোপাদৌড়ে- এমন অবস্থানে থাকার পরেও কেন চাকরি চলে গেল বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসমানের? ধারণা করা হচ্ছিল, এই বাভারিয়ান দীর্ঘদিন দায়িত্ব নেবেন বায়ার্নের। কিন্তু মৌসুমের মাঝপথে গুরুত্বপূর্ণ একটা সময়ে তাকে শুনতে হলো চাকুরি হারানোর খবর, তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে। বুন্দেসলিগায় বায়ার্নের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। সিনিয়রদের মধ্যে ম্যানুয়েল নয়্যারের সাথেও নাকি হয়েছিল সম্পর্কের অবনতি। নয়্যার ইনজুরড হওয়ার পর তার কাছের বন্ধু ও গোলকিপিং কোচকে বিদায় করে দেন নাগেলসমান। ব্যক্তিগত জীবনে স্ত্রীকে ছেড়ে দিয়ে এক ট্যাবলয়েড সাংবাদিকের সাথে প্রেম নিয়ে উঠেছে প্রশ্ন। কারও কারও অভিযোগ, প্রেমিকার মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিয়েছেন নাগেলসমান। এখন তাকে বিদায় করতে আরও ১৫ মিলিয়ন ইউরো গচ্চা দিতে হবে বায়ার্নকে, এর মধ্যেই অবশ্য নিয়ে এসেছে নতুন কোচ হিসেবে থমাস তুখেলকে।