• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    সেনসেশনাল সেঞ্চুরিয়নে যেসব রেকর্ড তছনছ হলো

    সেনসেশনাল সেঞ্চুরিয়নে যেসব রেকর্ড তছনছ হলো    

    সেঞ্চুরিয়নে আজ (২৬শে মার্চ, ২০২৩) ঐতিহাসিক এক টি-টোয়েন্টি ম্যাচ উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের হল অব ফেমে জায়গা করে নেওয়া এই ম্যাচে যেসব রেকর্ড ভেঙেছে- 

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান: ৫১৭ 

    কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে দুই ইনিংস মিলিয়ে ৫০০ রান হয়ে ওঠেনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মিলে এই ম্যাচে করেছে ৫১৭ রান, তাও ম্যাচে বাকি ছিল সাত বল। 

    টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া: ২৫৯/৪, দ. আফ্রিকা 

    টি-টোয়েন্টিতে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা এই মাসেই করেছিল পিএসএলের ক্লাব কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২৪১)। মাস শেষ হতে না হতেই সেই রেকর্ড ভেঙে দিলো দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য তাড়া করে। 

    পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রান (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে): ১০২, দ. আফ্রিকা 

    কুইন্টিন ডি কক ও রিজা হেনরিকস মিলে ছয় ওভারের পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন ১০২ রান। পূর্বের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের (৯৮/৪, শ্রীলঙ্কার বিপক্ষে)। 

    টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরি: জনসন চার্লস (৩৯ বলে)  

    সম্ভবত পরাজিত দলের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনে নামা জনসন চার্লস সেঞ্চুরি ৪৬ বলে ১১৮ করার পথে শতক হাঁকিয়েছেন মাত্র ৩৯ বলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি, এবং ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্রুততম। চার্লস ২০১৬ বিশ্বকাপে গেইলের করা ৪৭ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন।    

    টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম ফিফটি, দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি: কুইন্টিন ডি কক 

    ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের করা ৩৫ বলের সেঞ্চুরির পর এটিই কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারের জন্য দ্রুততম সেঞ্চুরি। এর আগে ১৫ বলে ফিফটি করা (দ. আফ্রিকার ইতিহাসে দ্রুততম) ডি ককের ঝড়ো ইনিংসের উপর ভর করেই এই বিশাল রান তাড়া সম্পন্ন করে স্বাগতিকরা।