• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মাদ্রিদের ঢঙেই লিভারপুলকে শায়েস্তা করল সিটি

    মাদ্রিদের ঢঙেই লিভারপুলকে শায়েস্তা করল সিটি    

    ম্যান সিটি ৪:১ লিভারপুল


    সমতায় থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই যখন গোল করেন ডি ব্রুইনা, অনেক লিভারপুল ভক্তই তখন দেজা ভ্যু দেখা শুরু করেছেন। কয়েক মিনিটের মধ্যে সেই দেজা ভ্যুকে বাস্তবে পরিণত করেন খেলোয়াড়েরা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের মতো করেই দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পণ করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলের এই জয়ে শিরোপার দৌড়ে মহাগুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেয়েছে ম্যান সিটি। 

    সাম্প্রতিক সময়ের এই দুই দলের মধ্যকার ম্যাচকে ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় ফিক্সচার হিসেবে দেখা হয়। এই ফিক্সচারকে ইংলিশ ক্লাসিকো হিসেবেও ডেকে থাকে কিছু সংবাদমাধ্যম। সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতা বাদ দিলেও দুই দলের জন্যই আজকের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে শিরোপার দৌড় থেকে একরকম ছিটকেই যেত ম্যান সিটি। পেপ গার্দিওলা সেটা স্বীকারও করেছেন ম্যাচের আগে। তবে দলের কথা চিন্তা করে অর্ধেক-সুস্থ আর্লিং হালান্ডকেও মাঠে নামিয়ে দেওয়ার যেই চিন্তা তিনি করছিলেন, সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হালান্ডের জায়গায় দলে ঢুকে আলভারেজ ঠিকই নিজের জাত চিনিয়েছেন। 

    ১৭ মিনিটে একটি কাউন্টার-অ্যাটাক থেকে যখন মোহামেদ সালাহ গোল করে বসেন, তখন হুট করেই ব্যাকফুটে চলে গিয়েছিল সিটি। দশ মিনিটের মধ্যে আরেকটি কাউন্টার সিটির অর্ধে ফাঁকা বল পেয়ে যায় সালাহ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সালাহর সঙ্গে ট্র্যাক ব্যাক করেন জ্যাক গ্রিলিস। গ্রিলিসের ব্লকেই অল্পের জন্য স্কোরলাইন ২-০ হওয়ার থেকে রক্ষা পায় সিটি। 

    গ্রিলিসের এই ব্লকের ৬০ সেকেন্ডের মধ্যে মাঠের উল্টো পাশে গোল করে সিটি। লেফট উইং থেকে গ্রিলিসের পাসে আলভারেজের ট্যাপ-ইন। সাথে সাথেই বদলে যায় ম্যাচের চেহারা। 

    লিভারপুলের জন্য এই ম্যাচ মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের মতোই। প্রথমার্ধ সমতায় শেষ করার পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে গোল খেয়ে বসে অলরেডরা। এই গোলের মূল কারিগর আলভারেজ। নিজের অর্ধ থেকে রাইট উইং বরাবর লম্বা এক বাঁকানো ক্রসে মাহরেজকে খুঁজে নেন এই আর্জেন্টাইন। বল রিসিভ করেই তা বক্সে পাঠান মাহরেজ, যেখানে রান নেওয়া ডি ব্রুইনা ট্যাপ ইন করে দলকে এগিয়ে নেন। শুরু হয় লিভারপুলের মাদ্রিদ স্ক্রিপ্টের পুনরাবৃত্তি। 

    এরপর লিভারপুলকে একরকম বুলি করেই গোল করেন ইকাই গুন্ডোগান। পুরো ম্যাচে ভালো খেলা গ্রিলিসও ৭৪ মিনিটে গোলের খাতায় নাম লিখান।