নেইমারকে 'স্বার্থপর' বলেছিলেন মাসচেরানো!
বার্সেলোনা টিমমেটদের মাঠ ও মাঠের বাইরের হৃদ্যতার গল্পটাই বরাবর উঠে এসেছে গণমাধ্যমে। দলের ভিতরকার রসায়নটা বেশ চমৎকার বলে সময়ে সময়ে দাবী করেছেন মেসি, নেইমার, সুয়ারেজরা। তবে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় বোধকরি সুরটা কোথাও কেটে কেটে দিচ্ছে। ভ্যালেন্সিয়া ম্যাচে নেইমার-জর্দি আলবার উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর এসেছিল আগেই। এবার কাতালুনিয়ার জনৈক ফুটবল সাংবাদিক জানাচ্ছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ম্যাচেও নেইমার বাকযুদ্ধে জড়িয়েছিলেন, সেবার তাঁর প্রতিপক্ষ ছিলেন আরেক বার্সা সতীর্থ হাভিয়ের মাচেরানো।
এক রেডিও অনুষ্ঠানে ওই সাংবাদিক সে ম্যাচে নেইমার-মাচেরানোর মধ্যে বিনিময় হওয়া বাক্যগুলো উদ্ধার করতে পেরেছেন বলে জানান। তাঁর ভাষ্য মতে মাচেরানো নেইমারকে বলছিলেন, “এতোটা স্বার্থপর হওয়া বন্ধ করো...দলকে নিয়ে আরেকটু বেশী ভাবো।”
প্রসঙ্গত, সপ্তাহ না ঘুরতেই লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সময়মতো বল না দেয়ায় জর্দি আলবাকে উদ্দেশ্যে নেইমারকে অশোভন কিছু বলতে দেখা যায়। এ সময় আলবাও আঙ্গুল তুলে সতীর্থ ফরোয়ার্ডকে কিছু বলতে থাকেন।
চলতি মৌসুমে সব ধরণের আসর মিলিয়ে ৩০ গোল করলেও মৌসুমের দ্বিতীয়ভাগে এসে নেইমারের ফর্মহীনতা চোখে পড়ার মতোই। নেপথ্য কারণ হিসেবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাঁর মাঠের বাইরের জীবনাচারকেও।