• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগে শীর্ষ চারের লড়াইয়ে কার কী সমীকরণ

    প্রিমিয়ার লিগে শীর্ষ চারের লড়াইয়ে কার কী সমীকরণ    

    প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই এক অর্থে নিভে গেছে। হ্যাটট্রিক শিরোপার পথে নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে ম্যান সিটি। তবে একই সময়ে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে টেকার লড়াই। লিগে বাকি আছে আর ৪-৫ ম্যাচ। চলুন দেখে নেওয়া যাক, শেষ কয়েক ম্যাচে কার ফিক্সচার কতটা কঠিন এবং কাদের ইউরোপীয় ফুটবল পাওয়ার সম্ভাবনা কতটুকু। 

    শীর্ষ চার-ছয়-সাতের দৌড় 
    টেবিলের শীর্ষ দুই পজিশনে থাকছে সিটি ও আর্সেনালই। মৌসুমের সিংহভাগ সময় পরের দুই স্থান নিয়ে ছিল নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এখনও আছে। কিন্তু সামনের কয়েক সপ্তাহে এখানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 

    এই মুহূর্তে শীর্ষ চারে শেষ করার জন্য নিরাপদ পয়েন্ট টোটাল ধরা হচ্ছে ৭১। উপরের ছয় দলের মধ্যে শীর্ষ দুই দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে, পরের দুই দল ইউরোপায়, এবং সপ্তম স্থানে থাকা দলটি কনফারেন্স লিগে। সবার শেষে থাকা দলের জন্য কোনো ইউরোপীয় ফুটবল থাকছে না। আর নয়-দশে থাকা ব্রেন্টফোর্ড, ফুলহামের আর সাতের ভেতর ঢুকার সম্ভাবনা নেই। 

    নিউক্যাসল ফিক্সচার 
    লিডস (অ্যাওয়ে) 
    ব্রাইটন (হোম)
    লেস্টার সিটি (হোম) 
    চেলসি (অ্যাওয়ে)

    এই চার ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই শীর্ষ চার নিশ্চিত করে ফেলবে নিউক্যাসল। লিভারপুল ও ইউনাইটেডের চেয়ে গোল ব্যবধানেও তারা ভালো এগিয়ে আছে। কিন্তু সামনের তিন সপ্তাহে তাদের মুখোমুখি হতে হবে রেলিগেশন লড়াইয়ে থাকা দুই দল (লিডস ও লেস্টার) এবং শীর্ষ চারে নজর রাখা আরেক দল ব্রাইটনের। 

    ম্যান ইউনাইটেড ফিক্সচার 
    উলভস (হোম)
    বোর্নমাউথ (অ্যাওয়ে)
    চেলসি (হোম)
    ফুলহাম (হোম)

    গত চার ম্যাচে মোট ৮ পয়েন্ট হাতছাড়া করেছে ইউনাইটেড। শেষ চার ম্যাচে এর অর্ধেক পয়েন্ট হারালেই শীর্ষ চার থেকে সরে যেতে পারে তারা। চার ম্যাচে দুটি জিতলে ও দুটি ড্র করলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭১-এ। কিন্তু ইউনাইটেডের জন্য ৭১ পয়েন্টও নিরাপদ না, কারণ নিউক্যাসল, লিভারপুল ও ব্রাইটনের চেয়ে গোল ব্যবধানে বেশ পিছিয়ে আছে তারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এরিক টেন হাগের দলকে এখন শেষ চারের মধ্যে তিনটিতে জয় বের করতে হবে। 


    লিভারপুল ফিক্সচার 
    লেস্টার (অ্যাওয়ে)
    অ্যাস্টন ভিলা (হোম)
    সাউদাম্পটন (অ্যাওয়ে)

    ইয়ুর্গেন ক্লপ অনেক আগেই শীর্ষ চারের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ ছয় ম্যাচে টানা জয় এবং নিউক্যাসল, ম্যান ইউনাইটেডের টানা পয়েন্ট হারানো আবার লিভারপুলকে নিয়ে এসেছে শীর্ষ চারের আলোচনায়। পুরো মৌসুমে একবারের জন্যও শীর্ষ চারে প্রবেশ না করা অলরেডদের এখন বাকি তিন ম্যাচ জিতে তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষদের দিকে।  

    টটেনহাম ফিক্সচার 
    অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)
    ব্রেন্টফোর্ড (হোম)
    লিডস (অ্যাওয়ে)
    গত দুই মাসে দুজন ম্যানেজার বরখাস্ত করা টটেনহামের অবস্থা এখন বেশ শোচনীয়। সর্বশেষ আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় তুলতে সমর্থ হয়েছে হ্যারি কেইনরা। গাণিতিকভাবে তাদের শীর্ষে চারে শেষ করার সম্ভাবনা এখন নেই বললেই চলে। ভালো সম্ভাবনা আছে তিন ম্যাচ শেষে তারা অ্যাস্টন ভিলার নিচে অবস্থান করবে। 


    ব্রাইটন ফিক্সচার 
    এভারটন (হোম)
    আর্সেনাল (অ্যাওয়ে)
    নিউক্যাসল (অ্যাওয়ে)
    সাউদাম্পটন (হোম)
    ম্যান সিটি (হোম)
    অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

    গাণিতিকভাবে ব্রাইটনের শীর্ষ চারে শেষ করার সম্ভাবনা অনেক বেশি। লিভারপুল, ইউনাইটেডের চেয়েও বেশি। সর্বশেষ ছয় ম্যাচে জিতলে তাদের পয়েন্ট টোটাল দাঁড়াবে ৭৩। কিন্তু ইউরোপের দৌড়ে থাকা এই পাঁচ দলের মধ্যে তাদের ফিক্সচার সবচেয়ে কঠিন। এই সময়ে টেবিলের শীর্ষ তিন দলের মুখোমুখি হবে তারা। মুখোমুখি হবে রেলিগেশন লড়াইয়ে থাকা টেবিলের নিচের দুই দল এভারটন ও সাউদাম্পটনেরও। তাদের অপর ম্যাচটি হবে ইউরোপার দৌড়ে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে।  

    অ্যাস্টন ভিলা ফিক্সচার
    টটেনহাম (হোম)
    লিভারপুল (অ্যাওয়ে)
    ব্রাইটন (হোম)

    উনাই এমেরি আসার পর থেকে দুর্দান্ত ফর্মে থাকা ভিলা ইউরোপের স্বপ্ন দেখছে এখন। সর্বশেষ দুই ম্যাচে হেরে বসায় অবশ্য সেই স্বপ্ন নেতিয়ে গেছে কিছুটা। ভিলা শেষ তিন ম্যাচ হবে টেবিলের তাদের সামনের তিন দলের বিপক্ষে। ইউরোপা বা কনফারেন্স লিগের জন্য শেষে অঘোষিত নকআউটেও নামতে হতে পারে তাদের।