• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগে: বার্নাব্যুতে রিয়ালের বাস্তবতা না সিটির প্রতিশোধ

    কিক অফের আগে: বার্নাব্যুতে রিয়ালের বাস্তবতা না সিটির প্রতিশোধ    

    ম্যাচ: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, প্রথম লেগ

    ভেন্যু: সান্তিয়াগো বার্নাব্যু 

    সময়: ১০ই মে, বুধবার, রাত ১টা (বাংলাদেশ সময়)


    শক্তিমত্তায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় দুই দল মুখোমুখি হচ্ছে আজ। একের পর এক গোলের রেকর্ড ভাঙতে থাকা আর্লিং হালান্ড মুখোমুখি হচ্ছেন ভিনিসিয়াস-বেনজেমা-রদ্রিগো ত্রয়ীর। গত মৌসুমের সেমিতেও মুখোমুখি হয়েছিল এই দুই পরাশক্তি। সেবার রদ্রিগোর শেষ সময়ের জোড়া গোলে ম্যাচ বাঁচানো রিয়াল মাদ্রিদ তাদের মৌসুম শেষ করেছিল ১৪তম শিরোপা জিতে। 

    গতবারের প্রতিশোধ নিয়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছে পেপ গার্দিওলার সিটি। তাদের সামনে হাতছানি দিচ্ছে লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে মাত্র দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ট্রেবল জেতার। 

    লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে সিটি। হ্যাটট্রিক শিরোপা জেতার দোরগোড়ায় ডি ব্রুইনারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২০ ম্যাচে হারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগেও এখন পর্যন্ত অপরাজিত সিটি। এই প্রতিযোগিতায় তাদের ২৭ গোলের ১২টিই করেছেন হালান্ড। তার সামনে সুযোগ থাকছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৭ গোলের রেকর্ড স্পর্শ করার। তবে ফর্ম যতটাই ভালো হোক, রিয়ালের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না তা ভালো করেই জানেন গার্দিওলা। 

    গত মৌসুমে গার্দিওলার সব ট্যাকটিসকে ভেস্তে দিয়ে ৯০ মিনিটের পর জোড়া গোল করে সিটিকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করা রদ্রিগো এবারও ভালো ফর্মে আছেন। চেলসির বিপক্ষে কোয়ার্টারের দ্বিতীয় লেগে জোড়া করে দলকে ২-০ গোলের জয় উপহার দিয়েছেন। শনিবার ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালেও জোড়া গোল করেছেন এই ব্রাজিলিয়ান। সাম্প্রতিক সময়ে রিয়ালের ‘বিগ ম্যাচ প্লেয়ার’ বনে যাওয়া এই ফরওয়ার্ডের উপর এই ম্যাচেও ভরসা করবে মাদ্রিদ।   

    দলের খবর 

    রিয়াল মাদ্রিদ 

    চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগে নিজের তৃতীয় হলুদ কার্ড দেখা মিলিতাও এই ম্যাচে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার জন্য। পায়ের চোটের জন্য বাইরে আছেন ফুলব্যাক ফারলান্ড মেন্ডিও। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফিরেছেন লুকা মদ্রিচ। এই ম্যাচে শুরুও করতে পারেন তিনি। 

    সম্ভাব্য একাদশ (৪-৩-৩): কর্তোয়া, কামাভিঙ্গা, আলাবা, রুডিগার, কারবাহাল, মদ্রিচ, ক্রুস, ভালভার্দে, ভিনিসিয়াস, বেনজেমা, রদ্রিগো। 

    ম্যান সিটি 

    শনিবার লিডসের বিপক্ষে ইনজুরি কুড়ানো নাথান আকে খেলতে পারবেন না এই ম্যাচে। তবে সিটির বাকি স্কোয়াড সুস্থই আছে। লিডসের বিপক্ষে বিশ্রাম পাওয়া জ্যাক গ্রিলিস, জন স্টোনস, রদ্রি, বার্নার্দো সিলভা সবাই ফিরছেন এই ম্যাচে। 

    সম্ভাব্য একাদশ (৩-২-৪-১): এডারসন, আকানজি, ডিয়াজ, ওয়াকার, রদ্রি, স্টোনস, গ্রিলিস, গুন্ডোগান, ডি ব্রুইনা, সিলভা, হালান্ড।