উইন্ডিজকে হারিয়ে শুরু, আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ: কেমন ছিল বাংলাদেশের সুপার লিগ যাত্রা?
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে সুপার লিগ শেষ করেছে বাংলাএশ, সেই সাথে শেষ হয়েছে ২০২০-২৩ বিশ্বকাপের এই লিগের চক্রও। তিন নম্বরে থেকে লিগ শেষ করেছে বাংলাদেশ, ওপরে আছে কেবল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলকে টপকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে তিনে।
এই চক্রের সুপার লিগে বাংলাদেশ শুরু করেছিল দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে। এরপর নিউজিল্যান্দের মাঠে গিয়ে নিজেরা ধবলধোলাই হওয়ার পর শ্রীলংকাকে হারিয়েছে ২-১ ব্যবধানে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে দেশের মাঠে হারানোর পর এই চক্রে বাংলাদেশের সবচেয় বড় সাফল্য আসে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে প্রথমবার হারিয়ে। এরপর ইংল্যান্ডকে তাদের মাঠে হারালেও আয়ারল্যান্ডকে আবার হারায় তাদের মাঠে।