• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিকে ধসিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ইউনাইটেডের

    চেলসিকে ধসিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ইউনাইটেডের    

    ম্যান ইউনাইটেড ৪:১ চেলসি


    পুরো মৌসুম শীর্ষ চারে থাকার পর শেষদিকে ব্রাইটন ও ওয়েস্ট হামের কাছে হেরে অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে উঠেছিল ম্যান ইউনাইটেডের। তবে দুই পরাজয়ের পর টানা তিন জয় দিয়ে আবার ট্র্যাকে ফিরল এরিক টেন হাগের জয়। তৃতীয় জয়টি এলো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির বিপক্ষে। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা চেলসিকে এদিন ঘরের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হারাল ইউনাইটেড। সেই সাথে নিশ্চিত করল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণও। 

    টেন হাগের অধীনে এ মৌসুমে ইউনাইটেডের বদলে যাওয়ার পিছনে অনেক খেলোয়াড়েরই অবদান রয়েছে। কিন্তু সেখান থেকে একজন খেলোয়াড়কে যদি বাছাই করতে হয়, সেটি হবেন কাসেমিরো। ফুটবল বিশ্লেষক গ্যারি নেভিলের মতে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার এই মৌসুমের শ্রেষ্ঠ সাইনিং। মৌসুমজুড়ে দলের মধ্যমাঠ সামলানোর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ গোলও করেছেন জাতে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এদিনও তার গোলেই ম্যাচ শুরু করে স্বাগতিকরা। 
    ষষ্ঠ মিনিটে এরিকসেনের ফ্রিকিকে হেড করে দলকে এগিয়ে নেন কাসেমিরো। এরপর ম্যাচে ফেরার জন্য অনেক চেষ্টা চালায় চেলসি। কিন্তু কাই হ্যাভার্জ, কনর গালাগাররা বেশ কিছু সুযোগ হাতছাড়া করলে বিনা গোলেই প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। উল্টো চেলসির কাঁটা ঘায়ে নুন দিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। এই আক্রমণ শুরু হয় কাসেমিরোর মাধ্যমে। তার বাড়ানো বলে করা সাঞ্চোর লো ক্রসে ট্যাপ ইন করে বল জালে জড়ান মার্শিয়াল।

    দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি চেলসি। এই অর্ধে গোলের খাতায় নাম লেখান ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডও। ৮৯ মিনিটে চেলসির জন্য একটি সান্ত্বনাসূচক গোল করেন জোয়াও ফেলিক্স। 

    এই পরাজয়ের পর শেষ ম্যাচে জিতলেও চেলসি মৌসুম শেষ করবে মাত্র ৪৬ পয়েন্ট নিয়ে, যা তাদের ক্লাবের ইতিহাসে সর্বনিম্ন পয়েন্ট টোটাল। ল্যাম্পার্ড দায়িত্ব নেওয়ার পর দুটি ম্যাচ ব্যতীত সব ম্যাচেই হেরেছে লন্ডনের দলটি। সেই দুটি ম্যাচও ছিল রেলিগেশন লড়াইয়ে থাকা বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে।