• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কেমন গেল প্রিমিয়ার লিগের শেষদিন

    কেমন গেল প্রিমিয়ার লিগের শেষদিন    

    লিগের শেষদিনে সাধারণত যেরকম উত্তেজনা থাকে, সেটা হয়তো ছিল না এবার। শিরোপা, শীর্ষ চার, শীর্ষ ছয়; এসব আগেই ঠিক হয়ে ছিল। সিংহভাগ ম্যাচ ডেড রাবার হলেও শেষদিনে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখেছে প্রিমিয়ার লিগ- 

    এভারটনের জানে বাঁচা 

    শেষদিনের সবচেয়ে বড় উত্তেজনা ছিল রেলিগেশন লড়াই নিয়েই। লিগে টিকে থাকতে হলে আজ বোর্নমাউথের বিপক্ষে জিততে হতো এভারটনকে, অথবা তাকিয়ে থাকতে হতো বাকি দুই ম্যাচের দিকে। শন ডাইসের দল শেষ পর্যন্ত ম্যাচ বের করেছে ক্লাসিক এভারটনীয় ফুটবল খেলেই। দ্বিতীয়ার্ধের আবদুল্লায়ে ডকুরের দূরপাল্লার শটে ভাগ্যগুণে এক গোল পেয়ে যাওয়া এভারটন এরপর ম্যাচ শেষ করেছে মারদাঙ্গা ফুটবল ও সময় নষ্ট করে। টানা দ্বিতীয় মৌসুমের মতো একেবারে শেষে এসে অবনমন থেকে রক্ষা পেল নয়বারের লিগ চ্যাম্পিয়ন এভারটন। 

    লেস্টার, লিডসের পোড়া কপাল 

    নিজেদের ম্যাচে জিতেও শেষরক্ষা হলো না লেস্টার সিটির। গত ১০ মৌসুমে টটেনহামের মতো অনেক বড় দলের চেয়ে বেশি শিরোপা জেতা লেস্টার (লিগ, এফএ কাপ) একটি বাজে মৌসুমেই নেমে গেল চ্যাম্পিয়নশিপে। শেষদিনে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা না পাওয়া ডিন স্মিথের দল এদিন উজ্জীবিত পারফরম্যান্সে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েছে। কিন্তু অপর ম্যাচে এভারটন জিতে যাওয়ায় ১৮তম স্থানে থেকে লিগ শেষ করে তারা। 

    লিডসের অবনমন অনেকটা অনুমিতই ছিল। স্পার্সের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে সেই অনুমানের পথেই হাঁটে স্বাগতিকরা। এলান রোডে ১-৪ ব্যবধানে হেরে আবার চ্যাম্পিয়নশিপে ফিরে গেল এই ঐতিহ্যবাহী ক্লাব। প্রিমিয়ার লিগে তাদের অবস্থান স্থায়ী হলো মাত্র তিন মৌসুম।

    কনফারেন্স লিগে ভিলা, ইউরোপের বাইরে স্পার্স 

    নিজেদের ম্যাচে জিতলেও শেষ পর্যন্ত কোনো ইউরোপীয় ফুটবল পাচ্ছে না টটেনহাম হটস্পার। তাদের জায়গা হয়েছে টেবিলের আটে, যা সাম্প্রতিক সময়ে তাদের সর্বনিম্ন। ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে টেবিলের সাতে জায়গা করে নিয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। 

    শাকা ও আর্সেনালের ঝালিয়ে নেওয়া 

    শিরোপা হাতছাড়া হয়ে গেছে, তাতে কী? শেষদিনে ইচ্ছামতো আক্রমণাত্মক ফুটবল খেলল মিকেল আরতেতা। এমিরেটস স্টেডিয়ামে উলভসের বিপক্ষে ৫-০’র গোলবন্যা শুরু হয় অধিনায়ক গ্রানিত শাকার মাধ্যমে। এই মিডফিল্ডার আর্সেনালের জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে। 

    সাউদাম্পটন-লিভারপুলের আট গোলের থ্রিলার 

    ডেড রাবার ম্যাচ, তাতে কী? আক্রমণাত্মক খেলতে পছন্দ করা দুই দল ৯০ মিনিট খেলল ভয়ডরহীন ফুটবল। টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটন প্রথম ১৫ মিনিটে দুই গোল খেয়ে বসলেও প্রথমার্ধেই তারা কামব্যাক সম্পন্ন করে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আর্মস্ট্রংয়ের গোলে তারা ব্যবধান নিয়ে যায় ৪-২ গোলে। লিভারপুলও জবাব দেয় সাথে সাথেই। ৭২ ও ৭৩ মিনিটে টানা দুই গোল করেন গাকপো ও জটা। ৪-৪ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। লিভারপুল ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল পেয়েছেন রবার্তো ফিরমিনো।