• লা লিগা
  • " />

     

    সর্বকালের সেরাদের কাতারে কোথায় থাকবেন বেনজেমা?

    সর্বকালের সেরাদের কাতারে কোথায় থাকবেন বেনজেমা?    

    রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন করিম বেনজেমা। এরই মাধ্যমে শেষ হচ্ছে ইউরোপে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। তরুণ বয়সে লিঁওতে থাকাকালীন ফুটবল বিশ্বের নজরে আসা এই নাম্বার নাইন মাদ্রিদ ছাড়ছেন সম্ভাব্য সকল শিরোপা জিতে, রিয়াল মাদ্রিদ ও সার্বিকভাবে ফুটবলের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে। 

    সর্বকালের সেরাদের মধ্যে বেনজেমার জায়গা কোথায় হবে, সেটা এখনই বলা কঠিন। তবে নিচের পরিসংখ্যানগুলো আপনাকে সাহায্য করবে সে ব্যাপারে ধারণা নিতে। 

    রিয়াল মাদ্রিদ কিংবদন্তি 

    ক্লাবের জগতে রিয়ালের চেয়ে বড় ক্লাব আর নেই। ১৪ বছর সেই মাদ্রিদের ফ্রন্টম্যান ছিলেন বেনজেমা। সাদা জার্সিতে কিংবদন্তি রাউল ও ডি স্টেফানোর চেয়েও তার গোল বেশি। মাদ্রিদের ইতিহাসে তারচেয়ে বেশি গোল করেছেন মাত্র একজনই।  

    রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল

    • ক্রিশ্চিয়ানো রোনালদো: ৪৫০ 
    • করিম বেনজেমা: ৩৫৪
    • রাউল গঞ্জালেস: ৩২৩ 
    • আলফ্রেডো ডি স্টেফানো: ৩০৮
    • কার্লোস সান্তিলানা: ২৯০

    চ্যাম্পিয়ন্স লিগ কিংবদন্তি 

    তার চেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি কোনো ফুটবলার। সর্বোচ্চ পাঁচবার ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জেতা বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগেও সর্বকালের সেরাদের একজন। গোলের দৌড়ে টুর্নামেন্টের ইতিহাসে তার সামনে আছেন শুধু মেসি, রোনালদো ও লেভানডফস্কি। 

    চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বাধিক গোল-

    • ক্রিশ্চিয়ানো রোনালদো: ১৪০
    • লিওনেল মেসি: ১২৯
    • রবার্ট লেভানডফস্কি: ৯১ 
    • করিম বেনজেমা: ৯০ 
    • রাউল গঞ্জালেস: ৭১ 

    ইউরোপিয়ান কিংবদন্তি 

    ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২৮১টি গোল করেছেন বেনজেমা (লিগ ওয়ান ও লা লিগা)। সংখ্যাটা কত বিশাল সেটা বুঝানোর জন্য বলি- থিয়েরি অঁরি (২৩২), ফার্নান্দো তোরেস (১৮৮), ওয়েইন রুনি (২০৮)- বেনজেমার ঠিক আগের প্রজন্মের কিংবদন্তি ফরওয়ার্ডদের সবাই তার পিছনে। গোলের হিসেবে নিজের প্রজন্মের কিংবদন্তি লুইস সুয়ারেজ (২৪৮) ও সার্জিও আগুয়েরোর (২৫৯) চেয়েও লিগে বেশি গোল করেছেন তিনি। কিন্তু মেসি-রোনালদোর প্রজন্মে জন্মানোয় ক্যারিয়ারের বড় সময় সেভাবে লাইমলাইটে আসা হয়নি তিনি। কারণ মেসি (৪৯৬) ও রোনালদো (৪৯৫) বাকি সবার চেয়ে অনেক বেশি এগিয়ে।  

    রোনালদোর চেয়ে বেশি লিগ শিরোপা, মেসির চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ 

    ক্যারিয়ারের বড় একটা সময় মেসি-রোনালদোর ছায়ায় থাকলেও কিছু জায়গায় এই দুজনকেও ছাড়িয়ে গেছেন বেনজেমা। ক্যারিয়ারে মোট ৩৩টি শিরোপা জিতেছেন বেনজেমা, মাদ্রিদের হয়েই জিতেছেন ২৫টি। রোনালদোর দ্বিগুণ লা লিগা শিরোপা (৪) জিতেছেন তিনি। পুরো ক্যারিয়ারে লিগ শিরোপা জিতেছেন ৮টি, যেখানে রোনালদোর ৭টি। আর মেসির চেয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ বেশি আছে এই ফরাসি তারকার।  

    ফরাসি কিংবদন্তি 

    বিভিন্ন বিতর্কের কারণে জাতীয় দলে বেশিদিন খেলা হয়নি বেনজেমার। ২০১৫ সালে জাতীয় দল থেকে ব্রাত্য হয়েছিলেন। এরপর ২০২১ সালে আবার ফিরলেও খেলতে পারেননি গত বছরের বিশ্বকাপ। ক্যারিয়ারের শিখরে থাকাকালীন জাতীয় দলকে দিতে পারেননি কিছুই। কিন্তু এরপরও ফ্রান্সের হয়ে পঞ্চম সর্বোচ্চ গোলের মালিক তিনি (৩৭)। সুযোগ পেলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী অলিয়ের জিরুকে (৫৩) যে ছাড়িয়ে যেতেন, তা বলাই বাহুল্য। তালিকায় উপরের চারজন- প্লাতিনি, গ্রিজমান, অঁরি, জিরু- কেউই ক্যারিয়ারে বেনজেমার চেয়ে বেশি গোল পাননি, বেশি শিরোপা জেতেননি। সুতরাং, স্বাভাবিকভাবেই সবচেয়ে সফল ফরাসি ফুটবলারের তালিকা করা হলে তাতেও বেনজেমা থাকবেন সবার উপরেই।