সিজন প্রিভিউ: সিটির মতো খরচ করেই এবার সিটিকে টেক্কা দিবে আর্সেনাল?
যারা এলেন: ডেকান রাইস, কাই হ্যাভার্জ, ইউরিয়েন টিম্বার।
যারা গেলেন: গ্রানিত শাকা, ম্যাট টার্নার।
গত তিন মৌসুমে দলবদল বাজারে প্রায় ৬০০ মিলিয়ন ইউরো খরচ করেছে আর্সেনাল। বলাই বাহুল্য, সাবেক দল ম্যান সিটিতে এইরকম খরচের সঙ্গে অভ্যস্তই ছিলেন আর্সেনাল ম্যানেজার মিকেল আরতেতা। তবে আর্সেনালের জন্য এটা নতুন। পূর্বের কোনো ম্যানেজার, এমনকি আর্সেন ওয়েঙ্গারও কখনো এরকম অর্থনৈতিক সহায়তা পাননি মালিকপক্ষের কাছ থেকে। এত খরচের পিছনে উদ্দেশ্যটাও খুবই সহজ, আর্সেনালকে আবারও শীর্ষ ক্লাবের পর্যায়ে নিয়ে যাওয়া। আবারও প্রিমিয়ার লিগ শিরোপা জেতা। সেই মর্মে গত মৌসুমে অনেকদূর এগিয়ে আর্সেনাল। সিটির সঙ্গে লড়াই করে হয়েছে দ্বিতীয়। তবে সিটির মতো খরচ করে সিটির সমকক্ষ হওয়ার এই চেষ্টা সফল হবে না যতদিন না শিরোপায় হাত রাখছে গানাররা। সেটা কি হতে যাচ্ছে এ মৌসুমে?
যা জানা আছে
গত মৌসুমের প্রায় পুরোটুক সময় টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। তবে শেষ পর্যন্ত শিরোপার দেখা না মিললেও সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে তারা। এবং গত মৌসুমের দুর্বলতার জায়গাগুলো এবারের দলবদলে পূরণ করেছেন মিকেল আরতেতা। গত মৌসুমে উইলিয়াম সালিবার ইনজুরির পর রক্ষণে ভোগা আর্সেনাল আয়াক্স থেকে ভিড়িয়েছে সেন্টার-ব্যাক ইউরিয়েন টিম্বারকে। মিডফিল্ডকে বিশ্বমানের করতে ওয়েস্ট হাম থেকে ব্রিটিশ রেকর্ড ফি (১১৬ মিলিয়ন ইউরো) দিয়ে দলে ভিড়িয়েছে ডেকান রাইসকে। চেলসি ফরওয়ার্ড কাই হ্যাভার্জও এসেছেন চড়া দামে। তিনি দলে গ্রানিত শাকার শূন্যস্থান পূরণ করবেন এবং আক্রমণে গভীরতা বাড়াবেন। দল নিয়ে এরচেয়ে বেশি সন্তুষ্ট হয়তো আরতেতাও হবেন না।
যা নিয়ে সংশয়
দলে মানসম্মত খেলোয়াড়ের অভাব গত মৌসুমেও ছিল। কিন্তু আরতেতার তরুণ দলে অভাব ছিল অভিজ্ঞতার। গত মৌসুমে শেষ সময়ে লিগ হাতছাড়ার পিছনে এটিও ছিল একটি বড় কারণ। এই মৌসুমে একইরকম সংকটে পড়তে পারে গানাররা। প্রতি সপ্তাহে ম্যাচ জিতে গেলেও মৌসুমের অন্তিম মুহূর্তে এই তরুণ যে ভেঙে পড়বে না, সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। শিরোপা জয়ের ক্ষেত্রে এটিই আর্সেনালের সবচেয়ে বড় বাঁধা। কেননা, তাদের প্রধান প্রতিপক্ষ ছয় মৌসুমে পাঁচবার লিগ জিতেছে, লিগ জেতাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। আর্সেনাল লিগের দেখা পায় না প্রায় ২০ বছর ধরে।
প্রাক-মৌসুমে
যুক্তরাষ্ট্রে ম্যান ইউনাইটেডের বিপক্ষে একটি ম্যাচে হারা বাদে প্রিসিজনে অপরাজিত আর্সেনাল। এমএলএস অল-স্টারকে ৫-০ গোলে হারানোর পর তারা বার্সেলোনাকে হারিয়েছে ৫-৩ গোলের এক উত্তপ্ত ম্যাচে। এবং প্রিসিজনের শেষ ম্যাচে তারা ম্যান সিটিকে টাইব্রেকারে হারিয়ে জিতেছে কমিউনিটি শিল্ড। প্রস্তুতি মোটেও খারাপ হয়নি আরতেতার দলের।
শেষ পাঁচ মৌসুমে আর্সেনাল
২০২২-২৩: ২য়
২০২১-২২: ৫ম
২০২০-২১: ৮ম
২০১৯-২০: ৮ম
২০১৮-১৯: ৫ম
প্যাভিলিয়নের প্রেডিকশন: তৃতীয়।