• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    এশিয়া কাপের দল ঘোষণা: যে কারণে নেই মাহমুদউল্লাহ

    এশিয়া কাপের দল ঘোষণা: যে কারণে নেই মাহমুদউল্লাহ    

    এশিয়া কাপের জন্য মিরপুরে ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সেখানে জায়গা পাননি মাহমুদউল্লাহ, প্রথমবারের মতো জাতীয় দলের দুয়ার খুলেছে তানজিদ হাসান তামিমের জন্য। 

    আফগানিস্তান সিরিজের বাইরে কয়েকজন এশিয়া কাপে সুযোগ পেয়েছেন। এমার্জিং কাপে ভালো করে ওপেনার হিসেবে ভাবনায় এসেছেন জুনিয়র তামিম। ওপেনিংয়ে আরেকজন বিকল্প নাঈম শেখ। শামীম হোসেন পাটোয়ারি ওয়ানডে ফরম্যাটে নিয়মিত হলেও এবার সুযোগ পেয়েছেন সাত নম্বরের পজিশন বিবেচনায়। এই পজিশনে বিবেচনায় দলে ফিরেছেন এমার্জিং কাপে ভালো খেলা শেখ মাহেদী হাসান। আছেন আফিফ হোসেনও। তবে সাত নাম্বারের জন্য বিবেচিত হননি মাহমুদউল্লাহ। তাকে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচের সাথে কথা হয়েছে, অধিনায়কের সাথে কথা হয়েছে। সাত-আট নম্বরে একজন অ্যাডিশনাল স্পিনার বা অলরাউন্ডার নিয়ে খেলা, সেই বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

    ১৭ জনের দলঃ সাকিব আল হাসান
    মুশফিকুর রহিম
    লিটন দাস
    তানজিদ হাসান তামিম
    নাজমুল হোসেন শান্ত
    তাওহিদ হৃদয়
    মেহেদি হাসান মিরাজ
    তাসকিন আহমেদ
    মোস্তাফিজুর রহমান
    হাসান মাহমুদ
    শেখ মাহেদী
    নাসুম আহমেদ
    শামিম হোসেন
    আফিফ হোসেন
    শরিফুল ইসলাম 
    এবাদত হোসেন
    মোহাম্মদ নাঈম শেখ