• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিজন প্রিভিউ: গুন্ডোয়ান ও নতুন 'লিভারে' চড়ে লিগ ধরে রাখবে বার্সা?

    সিজন প্রিভিউ: গুন্ডোয়ান ও নতুন 'লিভারে' চড়ে লিগ ধরে রাখবে বার্সা?    

    যারা এলেন: ইলকায় গুন্ডোয়ান, অরিওল রোমিও, ইনিগো মার্টিনেজ।   

    যারা গেলেন: উসমান ডেম্বেলে, ফ্র্যাঙ্ক কেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা। 

    মৌসুম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু বার্সেলোনার সিনিয়র দলের মাত্র ১২ জন খেলোয়াড়ের লা লিগা খেলায় রেজিস্ট্রেশন রয়েছে। যাদের মধ্যে একজন আবার সদ্য বিদায় নেওয়া ডেম্বেলে। এরকম অনিশ্চয়তা বার্সার জন্য এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবারও প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা সব সমস্যার সমাধান করছেন আরেকটি ‘অর্থনৈতিক লিভার’ টেনে। ক্লাবের হোল্ডিং কোম্পানি বার্সা ভিশনের ২৯.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ১২০ মিলিয়ন ইউরো পেতে যাচ্ছে বার্সা। যেই বিনিয়োগের মাধ্যমে আশা করা যাচ্ছে, দলের সকল খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করাতে পারবে তারা। 

    যা জানা আছে 

    অর্থনৈতিক ঝড়-ঝঞ্ঝাটের মাঝেই গত মৌসুমে লা লিগা জিতেছে বার্সা। এবারও লক্ষ্য বদলাবে না। ‘যে কয়টা শিরোপায় আমরা অংশগ্রহণ করি সবগুলোতেই জেতা আমাদের লক্ষ্য’, গত মঙ্গলবার বলেন বার্সা ম্যানেজার জাভি। কিন্তু অর্থনৈতিক টানাপোড়নের পাশাপাশি এ মৌসুমের বার্সার জন্য আরেকটি বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাদের হোম স্টেডিয়ামে। ন্যু ক্যাম্পের সংস্কারকাজ শুরু হওয়ায় এ মৌসুমে বার্সা খেলবে মন্টজুইকের লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ন্যু ক্যাম্পের তুলনায় বেশ কম (৫৫ হাজার), এবং অবস্থানও শহর থেকে কিছুটা দূরে। তবে মাঠের বাইরে যাই হোক, বা মাঠ যেখানেই থাকুক, দলকে নিয়ে বার্সা ভক্তদের প্রত্যাশা সবসময় আকাশ-চুম্বীই হবে। যেহেতু অর্থনৈতিকভাবে লা লিগার অবস্থা কিছুটা বার্সার মতোই, এবং রাইভাল ক্লাবগুলোও তেমন এগিয়ে যায়নি এই দলবদলে, লা লিগায় অন্যতম ফেভারিট থাকছে বার্সাই।    

    যা নিয়ে সংশয় 

    দলের ক্রিয়েটিভিটি। বিশেষ করে আক্রমণভাগে। গত মৌসুমে বার্সার শিরোপার পিছনে মূল কারিগর ছিল দলের রক্ষণ। তারা মৌসুমে মোট ১১টি ম্যাচ জিতেছে ১-০ ব্যবধানে। কিন্তু সামনে লিওনেল মেসির রেখে যাওয়া শূন্যতা এখনো পূরণ করতে পারেনি দলটি। সার্জিও বুস্কেটস ও উসমান ডেম্বেলের বিদায়ের পর দলের ক্রিয়েটিভিটি কমে যাবে আরও এক ধাপ। তবে নতুন সাইনিং ইলকায় গুন্ডোয়ান মধ্যমাঠের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিলে ক্রিয়েটিভি ও ওয়ার্করেটের অভাব অনেকটাই কমে আসবে। কিন্তু এরপরও সামনে গোলের অভাবে ভুগতে পারে বার্সা। 

    প্রাক-মৌসুমে 

    আর্সেনালের বিপক্ষে ক্যালিফোর্নিয়ায় হওয়া এক মারকাটারি ফ্রেন্ডলিতে ৩-৫ গোলে হারলেও প্রিসিজনের বাকি সব ম্যাচে জয় পেয়েছে বার্সা। হারিয়েছে রিয়াল মাদ্রিদ, টটেনহাম ও এসি মিলানের মতো দলকে। যদিও খেলোয়াড়দের পেটের সমস্যার জন্য জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি বাতিল করতে হয়েছে তাদের।  

    শেষ পাঁচ মৌসুমে বার্সেলোনা    

    ২০২২-২৩: ১ম

    ২০২১-২২: ২য়

    ২০২০-২১: ৩য় 

    ২০১৯-২০: ২য় 

    ২০১৮-১৯: ১ম

    প্যাভিলিয়নের প্রেডিকশন: দ্বিতীয়।