• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিজন প্রিভিউ: বেনজেমা, কর্তোয়া ছাড়া বার্সাকে পেছনে ফেলতে পারবে মাদ্রিদ?

    সিজন প্রিভিউ: বেনজেমা, কর্তোয়া ছাড়া বার্সাকে পেছনে ফেলতে পারবে মাদ্রিদ?    

    যারা এলেন: জুড বেলিংহাম, আর্দা গুলের, ফ্রান গার্সিয়া, হসেলো।   

    যারা গেলেন: করিম বেনজেমা, মার্কো আসেন্সিও, ইডেন হ্যাজার্ড। 

    গত মৌসুমটা ঠিক ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলেও তারা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে লিগ শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যান সিটির কাছে অপদস্থ হয়েছে। এ মৌসুম নিয়ে উঁচুবাক্য করবে না কোনো মাদ্রিদ ভক্তও। 

    গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছেড়েছেন দীর্ঘদিনের নাম্বার নাইন করিম বেনজেমা। রেকর্ড ফি দিয়ে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে দলে ভেড়ানোর পাশাপাশি আরও কয়েকটি ছোটখাটো সাইনিং করেছে মাদ্রিদ। প্রতিবারের মতো কিলিয়ান এমবাপেকে গুঞ্জন থাকলেও এই সাইনিং হচ্ছে না এবারও।  

    যা জানা আছে 

    জুড বেলিংহামের আগমনের মধ্য দিয়ে দুই মৌসুমে মিডফিল্ড পুরোপুরি ঢেলে সাজিয়েছে মাদ্রিদ। গত দশক রাজত্ব করা ক্রুস-মদ্রিচ-কাসেমিরো মিডফিল্ডের জায়গা এই দশকে নিতে যাচ্ছেন কামাভিঙ্গা, সুয়ামেনি, ভালদার্দে ও বেলিংহাম। ডায়মন্ড শেপের মিডফিল্ডে এ মৌসুমে চারজনকেই খেলানোর পরিকল্পনা করছেন কার্লো আনচেলত্তি। 

    সামনের বছর ব্রাজিলের দায়িত্ব নিতে চলা কোচ আনচেলত্তি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন রিয়ালে এটিই তার শেষ মৌসুম। দলবদলে খরচ নিয়ে কখনোই ঠিক মাথা না ঘামানো এই ম্যানেজার তার মাদ্রিদ অধ্যায় শেষ করতে চাইবেন বড় কোনো শিরোপা দিয়েই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে আবার খুনে রূপে ফিরতে চাইবে তারা, মাদ্রিদ ও আনচেলত্তি উভয়েরই প্রিয় শিরোপা কি না!     

    যা নিয়ে সংশয় 

    করিম বেনজেমার বিদায় মাদ্রিদের জন্য একটি বড় আঘাত। ইতিহাসে প্রথমবারের মতো কোন ৯ নাম্বার জার্সি ছাড়া মৌসুম শুরু করছে মাদ্রিদ। বেনজেমা শুধু দলের মূল গোলস্কোরারই ছিলেন না, ভিনিসিয়াসের খেলাতেও ছিল তার প্রভাব। এরকম একজনকে হারিয়েও রিয়াল তাকে রিপ্লেস করার চেষ্টা করেনি (সামনের মৌসুমে এমবাপে আসবেন, সে আশাতেই হয়তো)। এস্পানিওল থেকে লোনে আসা ৩৩ বছর বয়সী হসেলু ব্যাক-আপ স্ট্রাইকারের দায়িত্ব পালন করবেন। তবে মূল একাদশে সম্ভবত কোনো স্ট্রাইকার ছাড়াই খেলবে মাদ্রিদ। প্রিসিজনে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছেন আনচেলত্তি। ডায়মন্ড মিডফিল্ডের উপর ভিনিসিয়াস-রদ্রিগোর অ্যাটাকিং জুটি। 

    মৌসুমে শুরুর কয়েকদিন আগে থিবো কর্তোয়ার লিগামেন্ট ইনজুরি আরেকটি বড় সংশয়ের জন্ম দিয়েছে মাদ্রিদে। এই মুহূর্তে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে লোনে আনার চেষ্টা করছে তারা।  

    প্রাক-মৌসুমে 

    প্রিসিজনের প্রথম দুই ম্যাচে এসি মিলান ও ম্যান ইউনাইটেডের বিপক্ষে জয় তুললেও শেষ দুই ম্যাচে বার্সেলোনা ও জুভেন্টাসের কাছে হেরেছে মাদ্রিদ। নজর কেড়েছেন নতুন সাইনিং জুড বেলিংহাম। বেনজেমাবিহীন মাদ্রিদের আক্রমণভাগে ধারের অভাবও চোখে পড়েছে এই প্রিসিজনে।  

    শেষ পাঁচ মৌসুমে রিয়াল মাদ্রিদ    

    ২০২২-২৩: ২য়

    ২০২১-২২: ১ম

    ২০২০-২১: ২য় 

    ২০১৯-২০: ১ম 

    ২০১৮-১৯: ৩য়

    প্যাভিলিয়নের প্রেডিকশন: প্রথম।