• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    জুনিয়র তামিম-সাকিবদের 'উইনিং মেন্টালিটি' নিয়ে আশাবাদী সাকিব

    জুনিয়র তামিম-সাকিবদের 'উইনিং মেন্টালিটি' নিয়ে আশাবাদী সাকিব    

    সাকিব-তামিমের জায়গায় আসছেন সাকিব-তামিম, এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে করা প্রশ্ন ছিল তিনি ব্যাপারটা কেমনভাবে দেখেন। সাকিব অবশ্য ব্যাপারটা 'কোনোভাবেই' না দেখে বললেন, নতুন সাকিব-তামিমদের জন্য তার শুভকামনা সবসময় থাকবে। তবে সংবাদ সম্মেলনে নতুন সাকিব-তামিমের প্রসঙ্গ এলো আরও কয়েকবার। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের সাবেক দুই সদস্যকে নিয়ে আশার পারদটাও উঁচু। সাকিবও বললেন, আগের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা এই দুজনকে অনুপ্রাণিত করবে। 

    ২০২০ সালের সেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অনেকেরই এর মধ্যে অভিষেক হয়েছে জাতীয় দলে। এশিয়া কাপে সর্বশেষ সদস্য হিসেবে তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের সুযোগ হয়েছে। বিশেষ করে ইনজুরড তামিম ইকবালের জায়গায় আরেক বাঁহাতি তামিম কতটা নিজেকে প্রমাণ করতে পারবে, সেটার ওপর হয়তো কিছুটা নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ছোট তামিমকে নিয়ে আশাবাদী সাকিবও, 'আমি অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই আশাবাদী ও (তানজিদ তামিম) ভালো খেলবে। এমন না যে এই দুই ম্যাচ কিংবা চার ম্যাচ ভালো না করে তাহলে ভালো হতে পারবে না। আবার এমনও না এই  চার ম্যাচ ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে। সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করব, এতদিন ও যেভাবে খেলে এসেছে, সেভাবেই যেন পারফর্ম করে। যেন উপভোগ করে খেলাটা। আমাদেরও দায়িত্ব ওকে যত বেশি স্বস্তিতে রাখা যায়।'

    আরেকজন তানজিম হাসান সাকিবও এবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। এবাদত হোসেনের ইনজুরিতেই কপাল খুলে গেছে তার। সাকিব বললেন, দুজনকেই দীর্ঘদিন জাতীয় দলে সার্ভিস দিতে দেখতে চান তিনি।

    জুনিয়র সাকিব-তামিম ছাড়া এই দলে আছেন শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারীর মতো সাবেক যুব বিশ্বকাপ বিজয়ীরাও। সাকিব আশাবাদী, এই তরুণদের অভিজ্ঞতা কাজে আসবে দলের, 'দেখুন ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, ওদের ভেতরে একটা উইনিং মেন্টালিটি আছে। যেটা আমদের দলকে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের সবার মধ্যেই একটা মেন্টালিটি আছে, ওরা জিততে চায়। যেটা দলের জন্য খুবই জরুরি। আশা করি ওরা সেই মেন্টালিটি নিয়েই এগিয়ে যাবে।'