এশিয়া কাপ ২০২৩: কোন দলের স্কোয়াড কেমন?
৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজকের দায়িত্বে থাকলেও ভারতের বাঁধ সাধায় শেষমেশ শ্রীলঙ্কাও থাকছে ম্যাচ আয়োজনের দায়িত্বে। ভারতের অংশ নেওয়া নিয়ে বহু জলঘোলা হলেও শেষমেশ সব দলই থাকছে এবার। ওয়ানডে ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে কোন দল কেমন স্কোয়াড ঘোষণা করেছে সেটাই দেখে নেওয়া যাক।
গ্রুপ এ
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাখার জামান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল
রিজার্ভ: তাইয়াব তাহির
আফগানিস্তানকে শ্রীলঙ্কার মাটিতে ওয়াইটওয়াশ করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। এই সিরিজটা নিশ্চিতভাবেই তাদেরকে মানসিকভাবে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। দুর্ধর্ষ পেস আক্রমণ, ভারসাম্যপূর্ণ স্পিন আক্রমণ, সেই সাথে বিশ্বমানের টপ অর্ডার - পাকিস্তানের সম্ভাবনা এবার হয়ত সবচেয়ে বেশি। অবশ্য তাদের মিডল অর্ডারের বরাবরের মতই খুব একটা পরীক্ষিত নয়। তাই ফাখার, ইমাম, বাবর ও রিজওয়ানের ওপর রান বের করার চাপটা বেশিই থাকবে। মিডল অর্ডারের সমাধানের জন্যই হয়ত হুট করেই গতকাল তাহিরকে বাদ দিয়ে শাকিলকে দলে নিয়েছে পাকিস্তান। অবশ্য দলের সাথে রিজার্ভ হিসাবে শ্রীলঙ্কা যাচ্ছে এখানেই হওয়া ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা তাহির।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, প্রাসিধ কৃষ্ণা
রিজার্ভ: সাঞ্জু স্যামসন
এশিয়া কাপে ভারতকে দিতে হবে অনেক প্রশ্নের উত্তর। প্রথমত দলে রয়েছে দীর্ঘ ইনজুরি থেকে ফেরা বুমরাহ, রাহুল ও শ্রেয়াস। বুমরাহ যদিও টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দিয়েছেন ফর্মে থাকার আভাস। তবে দলে ফিরেই চারে বা ছয়ে যদি জায়গা পেয়ে যান আইয়ার, তাহলে তার মাথার ওপর ঝুলবে প্রশ্নবোধক চিহ্ন। অবশ্য ইনজুরির আগে গত বছর ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যাটিং গড় ছিল তার। সেই সাথে প্রশ্ন থাকবে পাঁচে খেলা রাহুলকে নিয়ে। প্রধান নির্বাচক অজিত আগারকারের বদৌলতে জানা গিয়েছে, অনুশীলনে আবারও চোট পেয়েছেন তিনি। তবে পরিস্থিতি অতটা গুরুতর নয়।
দ্বিতীয়ত, অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে থাকবে প্রশ্ন। দারুণ ফর্মে থাকা কিষানকে হয়ত তার জন্য ছাড়তে হবে জায়গা। তবে শেষমেশ যদি রাহুলের জায়গায় খেলেন কিষান তাহলে কি কোহলিকে চারে খেলানো হবে কি না তা নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে। সব মিলিয়ে এশিয়া কাপের আগে ভারতের পরিকল্পনাটা এখনও হয়ত কিছুটা অগোছালো থেকে গিয়েছে। যদিও সমাধান হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ খেলা তিলককে দলে নিয়েছে তারা।
নেপাল: রোহিত পোউডেল (অধিনায়ক), কুশাল ভুরটেল,আসিফ শেখ, ভিম শারকি, কুশাল মাল্লা, আরিফ শেখ, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দ্বীপ লামিছানে, লালিত রাজবানশি, প্রতিশ জিসি, মৌসুম ধকল, সুন্দিপ জোরা, কিশোর মাহাতো, অর্জুন সাউদ
অধিনায়ক নিয়ে কোনও শোরগোল মাতানোর মত কিছুই নেই নেপাল স্কোয়াডে, ২৭ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া পৌডেলকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে স্কোয়াডে চমক হিসেবে আছেন এখনও অভিষেক না হওয়া অফস্পিনার মৌসুম ধকল; লিস্ট এ ক্রিকেটেও খেলেছেন মাত্র এক ম্যাচ। এছাড়া বিশ্বকাপ কোয়ালিফায়ারে না খেলা সুন্দিপ জোরা ফিরেছেন স্কোয়াডে।
গ্রুপ বি
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আমেদ, শেখ মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটওয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব
এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে লঙ্কাকান্ড হওয়ার পর সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে দায়িত্ব। তবে এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের স্কোয়াডে হানা দিয়েছে ইনজুরির থাবা। হাঁটুর চোটে ছিটকে গিয়েছেন এবাদত হোসেন, তার জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের মূল শঙ্কার জায়গা অবশ্য ওপেনিং জুটি। তামিম ইকবাল না থাকায় কে খেলবেন সেটার উত্তর এখনও পাওয়া যায়নি। সেই সাথে জ্বরের কারণে দলের সাথে শ্রীলঙ্কা যাননি লিটন; যদিও তাকে নিয়ে নেই কোনও শঙ্কা। শঙ্কা বলতে আসলে লিটনের ফর্মটাই মাথায় আসবে। এশিয়া কাপে তিনি অবশ্য ওপেনার হিসেবে থাকবেন, নিশ্চিত করেছেন হাথুরুসিংহে। তার সাথে জুনিয়র তামিম, নাঈম না কি কোনও ‘মেকশিফট ওপেনার’ থাকবে সেটাই এখন দেখার বিষয়।
আফগানিস্তান: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, আব্দুল রহমান, শরাফউদ্দিন আশরাফ, মুজিব-উর-রহমান, নূর আহমেদ, সুলিমান সাফি, ফজলহক ফারুকী
আফগানরা পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর নতুন করে ভেবেছে স্কোয়াড নিয়ে। ছয় বছর পর দলে ফেরানো হয়েছে জানাতকে। এছাড়াও আছেন সাফি, আলিখিলদের মত নবাগতরা। তবে বিস্ময়কর এক ঘোষণায় বাদ দেওয়া হয়েছে পেসার নাভিন-উল-হককে। আফগানদের বোলিং আক্রমণ তাও বরাবরের মতই শক্তিশালী। তাদের চিন্তাটা পাকিস্তানের মতই মিডল অর্ডার নিয়ে। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান রয়েছেন ফর্মে, রান পেয়েছেন পাকিস্তান সিরিজেও। তবে মিডল অর্ডারের যাচ্ছেতাই অবসথা থেকে পরিত্রাণের উপায় খুঁজে না পেলে ভুগতে হবে এশিয়া কাপে।
শ্রীলঙ্কা: অঘোষিত