• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    হালান্ড, আইতানার প্রথম ইউয়েফা বর্ষসেরা পদক

    হালান্ড, আইতানার প্রথম ইউয়েফা বর্ষসেরা পদক    

    স্বপ্নের মতো ২০২২-২৩ মৌসুম পার করেছে ম্যান সিটি। ইউয়েফা বর্ষসেরায় যে ট্রেবলজয়ীদের জয়জয়কার হবে, তা অনুমিতই ছিল। সিটিতে অভিষেক মৌসুমেই প্রায় সব গোলের রেকর্ড ভেঙে বসা আর্লিং হালান্ড নির্বাচিত হয়েছেন বর্ষসেরা পুরুষ ফুটবলার। তার ম্যানেজার পেপ গার্দিওলা নির্বাচিত হয়েছে বর্ষসেরা পুরুষ কোচ। টানা দ্বিতীয়বারের মতো নারী কোচের পদক জিতেছেন সারিনা ভাইগম্যান। আর স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতি পেয়েছেন বর্ষসেরা নারী ফুটবলারের পদক।  

    ইউয়েফা বর্ষসেরা ২০২২-২৩

    পুরুষ খেলোয়াড়

    আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যান সিটি)

    নারী খেলোয়াড়

    আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

    পুরুষ কোচ

    পেপ গার্দিওলা (ম্যান সিটি)

    নারী কোচ

    সারিনা ভেইগমান (ইংল্যান্ড)