কেন দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড?
এশিয়া কাপের পরেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এই সিরিজে অবশ্য নিয়মিত একজাদশের বেশ কয়েকজনকে ছাড়াই আসছে নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড নিয়মিতদের না আসার কারণও ব্যাখ্যা করেছে।
চোট থেকে সেরে না ওঠায় কেন উইলিয়ামসন থাকছেন না এই সফরেও। তার বদলে যিনি অধিনায়কত্ব করেন সেই টম ল্যাথামও নেই। এর বাইরে বাংলাদেশে আসছেন না ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপ্স, টিম সাউদি, ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনাররাও। বিশ্বকাপের আগে তাদের টানা খেলার ধকল থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিতৃত্বকালীন ছুটির জন্য থাকছেন না জিমি নিশম ও মার্ক চ্যাপম্যানও। দুজনেই সামনের মাসে সন্তানের বাবা হতে পারেন।
২১ থেকে ২৬ সেপ্টেম্বর এই সফরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ।