• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    যে সমীকরণে নিশ্চিত বাংলাদেশের সুপার ফোর

    যে সমীকরণে নিশ্চিত বাংলাদেশের সুপার ফোর    

    টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হতো। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে বাংলাদেশ আর কোনো সমীকরণের অপেক্ষায় না থেকে সুপার ফোরও নিশ্চিত করে ফেলেছে। শ্রীলংকা-আফগানিস্তানের শেষ ম্যাচের দিকে তাই আর তাকিয়ে থাকতে হচ্ছে না সাকিবদের। 

    পয়েন্ট তালিকার দিকে দেখলেই এটা পরিষ্কার হবে। বাংলাদেশের দুই ম্যাচ শেষে নেট রানরেট হয়েছে +.৩৭। প্রথম ম্যাচ জেতার পর শ্রীলংকার নেট রান রেট হয়েছে +.৯৫। আর বাংলাদেশের কাছে হেরে আফগানিস্তানের হয়েছে -১.৭৮। এখন আফগানিস্তান যদি বাংলাদেশকে নেট রান রেটে টপকাতে চায় তাহলে পরের ম্যাচে তাদের শ্রীলংকাকে অন্তত +২.৫২ নেট রান রেটের ব্যবধানে হারাতে হবে। তখন তাদের রান রেট হবে +.৩৭, যা বাংলাদেশের চেয়ে বেশি। 

     

    সমস্যা হচ্ছে, সেটা আফগানিস্তান করতে পারলে শ্রীলংকার রান রেট কমে যাবে অনেক। এখন তাদের নেট রান রেট ০.৯৫। আফগানিস্তানের সাথে +২.৫২ ব্যবধানে হারলে হবে -.৭৮৫, যা বাংলাদেশের চেয়ে খারাপ।

    তার মানে আফগানিস্তান নেট রান রেটে বাংলাদেশকে টপকালেও শ্রীলংকা বাংলাদেশের পেছনে পড়ে যাচ্ছে। আর শ্রীলংকা জিতলে তো কথাই নেই, তখন বাংলাদেশের সাথে তারা চলে যাবে। আর যদি আফগানিস্তানকে শ্রীলংকাকে ৭০ রানের বেশি ব্যবধানে হারাতে পারে বা ৩৬ ওভারের মধ্যে জিততে পারে তখন তারা চলে যাবে সুপার ফোরে। শ্রীলংকাকে তাই কম ব্যবধানে হারলেও চলবে। 

    তাই যে কোনো সমীকরণেই সুপার ফোরে যাচ্ছে বাংলাদেশ। শুধু একভাবেই বাংলাদেশ বাদ যেতে পারে যদি আফগানিস্তান ও শ্রীলংকা দুই দল ১০০০ এর বেশি রান করে। যেটা গাণিতিকভাবে সম্ভব হলেও কার্যত সম্ভব নয়। তাই বাংলাদেশ অফিসিয়ালি না হলেও সুপার ফোরে উঠে গেছে কার্যত। এমনকি আফগানিস্তান-শ্রীলংকার ম্যাচ পন্ড হলেও বাংলাদেশ পয়েন্ট তালিকার দুইয়ে থাকবে।