জেনে নিন সুপার ফোরে বাংলাদেশের সম্ভাব্য খেলার তারিখ, ভেন্যু ও সময়
আফগানিস্তানকে হারিয়ে অফিসিয়ালি না হলেও কার্যত নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোর। সেই সাথে অনেকটা নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরের সূচিও। টুর্নামেন্টের পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ সুপার ফোরে উঠলে বি২ হিসেবে উঠবে। আর পাকিস্তান এর মধ্যেই এ১ হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে। সেই হিসেবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে লাহোরে।
শ্রীলংকা বা আফগানিস্তানের মধ্যে যে কোনো এক দল যাবে সুপার ফোরে। তারা হবে বি১। সেই হিসেবে বাংলাদেশ এই দুই দলের এক দলের সাথে খেলবে ৯ সেপ্টেম্বর। আর ভারত বা নেপাল যে উঠুক তারা যাবে এ২ হিসেবে। তাদের সাথে বাংলাদেশের শেষ ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর।