যে কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেল শান্তর
এশিয়া কাপে বাংলাদেশ দলের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর হতে পারত না। হ্যামস্ট্রিং চোটে শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ। বিসিবি নিশ্চিত করেছে দেশে ফিরছেন তিনি। শান্তও সাজামিক যোগাযোগমাধ্যমে চোটে পড়ার খবর নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সময়েই শেষের দিকে একটা রান নিতে গিয়ে ক্র্যাম্প হয় শান্তর। ওই অবস্থায় খেলে গেছেন, শেষ পর্যন্ত সেঞ্চুরি করে রান আউট হয়েছেন। তবে পরে আর ফিল্ডিং করতে নামেননি। তার জায়গায় ফিল্ডিং করেছেন এনামুল হক বিজয়।
জাতীয় দলের ফিজিও বায়েজীদ ইসলাম বলেছেন, শান্ত হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় আর মাঠে নামেননি। পরে এমআরআই করানোর পর জানা গেছে, পেশি ছিঁড়েছে তার। তবে সেটা কোন গ্রেডের, সেটা বিসিবি নিশ্চিত করেনি। তবে বিসিবি বলছে, শান্তকে নিয়ে বিশ্বকাপের জন্য কোনো ঝুঁকি নিতে চায় না বলে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শান্তও বলেছেন, বিশ্বকাপে সুস্থ হয়ে তিনি ফিরতে চান।
এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ শেষে সর্বোচ্চ স্কোরার ছিলেন শান্ত। এই বছরে দেশের হয়ে সব ফরম্যাট মিলে সবচেয়ে বেশি রানও তার। বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়াটা যে কোনো মূল্যেই চাইবে বিসিবি। সে কারণেই হয়তো এশিয়া কাপে শান্তকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি তারা।