শান্ত-ধাক্কা, মিরাজ চমক ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ চ্যালেঞ্জ
বুধবার পাকিস্তানের বিপক্ষে লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে তার আগে এশিয়া কাপে বড় একটা ধাক্কা খেল নাজমুল হোসেন শান্তকে হারিয়ে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জটা তাই বেড়ে গেল আরও। যে পাঁচ জায়গায় বাংলাদেশের সামনে প্রশ্ন আছে...
১) ওপেন কে করবেন?
মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে ওপেন করতে নেমে মধুর একটা সমস্যায় ফেলে দিয়েছেন দলকে। মেকশিফট ওপেনার হিসেবে নেমে সেঞ্চুরি করেছেন,। কিন্ত তারপরও মিরাজ ওপেনিংয়ে কোনো স্থায়ী সমাধান নন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ওপেন করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তামিম বাদ পড়েছেন, এসেছেন মিরাজ। তবে এর মধ্যেই সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন লিটন দাস। পরের ম্যাচে তিনি ওপেন করবেন নিশ্চিতভাবেই। তার সাথে কে থাকবেন, সেটাই প্রশ্ন। নাঈম শেখ ভালো শুরু এয়েছিলেন দুই ম্যাচেই, কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে আরও একটা সুযোগ তিনি পেয়ে যেতে পারেন। শাহীন-নাসিমের তোপের সামনে হয়তো মিরাজকে আবার নাও পাঠাতে পারে দল। সেক্ষেত্রে মিরাজকে তার সাত-আট নম্বরের পজিশনে ফিরে যেতে হবে।
২) শান্তর জায়গায় কে?
এই মুহূর্তে বিশ্বএ সেরা নতুন বলের বোলার শাহীন আফ্রিদি। প্রথম ম্যাচে রোহিত শর্মা আর ভিরাট কোহলিকে যেভাবে আউট করেছেন তাতে তাকে সামলানোটা টিম মিটিংয়ের বড় একটা এজেন্ডা হওয়ার কথা বাংলাদেশের। তবে ডান হাতি ব্যাটসম্যানের ভেতরের দিকে ঢোকা বলে শাহীন যতটা ভালো বাঁহাতিদের বিপক্ষে ততটা নন। শান্তর সাথে তার লড়াইটা জমতে পারত বেশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শান্তর এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ায় তিন নম্বর পজিশন নিয়ে আবার ভাবতে হচ্ছে বাংলাদেশকে। ২০১৯ বিশ্বকাপে সাকিব তিনে ছিলেন, দলের জন্য আবার তিনেও চলে আসতে পারেন তিনি। আর হৃদয়কে তিনে নামানোর পরীক্ষাটাও আগের ম্যাচে কাজে আসেনি।
৩) সাতে তাহলে আফিফ নাকি শামীম?
আগের ম্যাচে মুখোমুখি প্রথম বলেই ছয় মেরেছেন শামীম। শেষ দিকে পাওয়ার হিটার হিসেবেই নেমেছিলেন কাল। ৬ বলে ১১ রান করেছেন, আফিফও একদম শেষ দিকে নামার সুযোগ পেয়েছেন। মিরাজ সাত বা আটে চলে আসলে তাদের একজন বাদ পড়বে নিশ্চিতভাবেই। সেটা কি তাহলে আফিফই হবেন? লাহোরের ব্যাটিং উইকেটে শেষ দিকে একজন হার্ডহিটার দরকার হওয়াত হয়তো শামীমের ভাগ্য শিকেও ছিঁড়তে পারে।
৪) বাড়তি স্পিনার নাসুম?
দুই বাঁহাতি ওপেনার ফাখার-ইমামের পর পাকিস্তানের ব্যাটিং লাইন আপে সব ডানহাতি ব্যাটসম্যা- বাবর, রিজওয়ান, সালমান, ইফতিখার, শাদাব সবাই ডান হাতি। সাকিবের সাথে কাজে আসতে পারে নাসুম। সেক্ষেত্রে মিরাজ সাতে উঠে আসলে বাড়তি একজন বোলারও খেলাতে পারে বাংলাদেশ, বিশেষ করে লাহোরে বাড়তি একজন বোলার যখন কার্যকরী হতে পারেন।
৫) পাকিস্তানের স্পিনাররা টার্গেট?
আগের ম্যাচে রশিদ-মুজিবদের যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা সামলেছেন, তাতে পাকিস্তানের স্পিনারদের সামলানোর ব্যাপারে তারা আশাবাদী হতেই পারেন। ভারতের ম্যাচে ইশান ও পান্ডিয়া পাকিস্তানের স্পিনারদেরই টার্গেট করেছিলেন। নওয়াজ ও শাদাব মিলে দিয়েছেন ১০০রও বেশি রান। নতুন বলে পাকিস্তানের পেসারদের দেখেশুনে খেলার পর স্পিনারদের ওভারে দ্রুত রান করার টার্গেট নিতে পারে বাংলাদেশ।