বিশ্রামের আভাস দিলেন সাকিব: কেমন হবে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল?
শ্রীলংকার সাথে ম্যাচের পর সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বলেছেন, নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে বেশ পরিবর্তন চেঞ্জ আসবে। ওই সিরিজে সাকিব নিঝেই বিশ্রাম নিতে পারেন, সেক্ষেত্রে লিটন দাসের অধিনায়ক থাকার কথা সেই সিরিজে। শোনা যাচ্ছে, বিশ্রামে থাকতে পারেন মুশফিকুর রহিমও।
কিছু পরিবর্তন সাকিব সরাসরিই বলে দিয়েছেন। এরশিয়া কাপে চার পেসারের এই সিরিজে বিশ্রাম নেওয়ার কথা। মোস্তাফিজুর রহমান কম ম্যাচ খেলায় তাকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতে পারে দল। এর বাইরে অন্য তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না দল। এশিয়া কাপের স্কোয়াডে তানজিম হাসান সাকিব আছেন, নিউজিল্যান্ড সিরিজে তিনি থাকবেন নিশ্চিতভাবেই। এর বাইরে খালেদ আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা থাকতে পারেন বিবেচনায়। এমার্জিং কাপে রিপন মন্ডল খেলেছেন, ্তিনিও পেয়ে যেতে পারেন সুযোগ।
স্পিনারদের মধ্যে যদি নাসুম আহমেদকে বিশাম দেওয়া হয় তাহলে তাইজুল ইসলামের বিবেচনায় আসার কথা। তাইজুল দেশের মাঠে ইংল্যান্ড-আয়ারল্যান্ড- আফগানিস্তানের বিপক্ষে থাকলেও এশিয়া কাপের দলে নেই।
এশিয়া কাপের দলে শেখ মাহেদী থাকলেও সুযোগ পেয়েছেন এক ম্যাচ খেলার। মিরাজ বিশ্রাম পেলে তিনি নিশ্চিতভাবেই নিউজিল্যান্ড সিরিজে একাদশে থাকার জোরালো দাবিদার। সাত নম্বরের জায়গায় বিবেচনায় আসতে পারেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনও।
আরেকটা বড় জায়গা ওপেনিং। নাঈখ এশিয়া কাপে ভালো করতে পারেননি, তবে সবকিছু ঠিক থাকলে তামিম ইকবালের ফেরার কথা।সেক্ষেত্রে তামিম লিটন ওপেনিং জুটি দেখা যেতে পারে। নাজমল হোসেন শান্তকে নিয়ে ঝুঁকি নেবে না দল, তিন নম্বরে নতুন কারও সুযোগ হতে পারী। সেটা আফিফ-সৌম্য এমনকি অন্য কেউও হতে পারে।
পরিবর্তন আসতে পারে চার-পাঁচেও। সেটার বড় কারণ সাকিব-মুশফিকের না থাকা। চার পাঁচে এই দুজনের জায়গায় ইয়াসির আলী, আফিফ হোসেনদের সুযোগ হতে পারে। হৃদয় যদি খেলেন তাকে তিনি ব্যাটিং অর্ডারে ওপরেও চলে আসতে হতে পারে।
সব মিলে অনেক পরিবর্তন দেখা যাওয়ার কথা নিউজিল্যান্ড সিরিজে।