• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    ওয়েলালাগে-আসালাঙ্কার স্পিন জালে আটকে ভারতের সংগ্রহ ২১৩

    ওয়েলালাগে-আসালাঙ্কার স্পিন জালে আটকে ভারতের সংগ্রহ ২১৩    

    এশিয়া কাপ ২০২৩, সুপার ফোর, কলম্বো (টস-ভারত/ব্যাটিং)
    ভারত - ২১৩, ৪৯.১ ওভার (রোহিত ৫৩, রাহুল ৩৯, কিষান ৩৩, ওয়েলালাগে ৫/৪০, আসালাঙ্কা ৪/১৮, থিকশানা ১/৪১)


    পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়ে পাওয়া জয়ের পিঠে আজ ভারতকে যেন বাস্তবতার মাটিতে নামিয়ে আনল শ্রীলঙ্কা। দুনিথ ওয়েলালাগের ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মত পাওয়া ৫-উইকেটের বদৌলতে রানেই ভারতকে রানে আটকিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

    অথচ ব্যাটিং নিয়ে ভারতের শুরুটা হয়েছিল মনমতই। শ্রীলঙ্কার পেসারদের তোয়াক্কা না করে রোহিত শর্মা-শুবমান গিল জুটি চলছিলেন আপন গতিতে। ৭ম ওভারে কাসুন রাজিথাকে সোজা এক ছয় মেরে ১০,০০০ ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত। সেখান থেকে দুজনেই গিয়ার পাল্টানোর নিয়ত করলে দাসুন শানাকার দ্বিতীয় ওভারে চার চারে ১৭ রান তোলেন রোহিত। তবে পেসারদের নিষ্ফলা স্পেলের কারণে ১২-তম ওভারে ওয়েলালাগেকে আক্রমণে আনতেি আস্থার প্রতিদান দেন এই বাঁহাতি অফ স্পিনার। অন্য প্রান্তে রয়েসয়ে খেলা গিলের স্টাম্প উপড়ে ফেলেন একদম প্রথম বলেই। ২৫ বলে ১৯ রান করে গিল ফিরলে ভাঙে ৮০ রানের ওপেনিং জুটি। পরের ওভারে চার দিয়ে ৪৪ বলে ভারত অধিনায়ক ফিফটি পূর্ণ করলেও নিজের পরের ওভারে ১২ বলে ৩ রান করা ভিরাট কোহলির প্রতীক্ষিত উইকেটটাও পেয়ে যান ওয়েলালাগে; প্রেমাদাসায় টানা চার সেঞ্চুরির পর কোহলি অবশ্য এক অর্থে উইকেটটা উপহার দিয়েছেন। ছুটতে থাকা ওয়েলালাগে নিজের পরের ওভারের প্রথম বলে ভারতের টপ অর্ডারে হানেন আরেকটি বড় আঘাত; ৪৮ বলে ৫৩ রানে থাকা রোহিতের স্টাম্প উপড়ে ফেলেন দারুণ এক আর্ম বলে।

    দ্রুতই তিন উইকেট হারিয়ে বসা ভারতকে উদ্ধার করতে লোকেশ রাহুল-ঈশান কিষান জুটি সময় নেন। ১১ ওভারেই ৮০ রান করা ভারত পরের ১৬ ওভারে করতে পারে মোটে ৫৪ রান। ওই ওভারে ওয়েলালাগেকে টানা দুই চার মেরে হাত খোলার ইঙ্গিত দেন তাই রাহুল। তবে ওয়েলালাগে এদিন যেন খাতায় নাম লিখে উইকেটের সারিতে টিক দেওয়ার ছক কেটে রেখেছিলেন মাথায়। নিজের পরের ওভারে তাই সেই ৪৪ বলে ৩৯ রানে থাকা রাহুলকেই ফেরালেন ফিরতি ক্যাচে। স্পিনের কার্যকারিতা বুঝে শানাকা অন্য প্রান্তে আক্রমণে আনেন চারিথ আসালাঙ্কাকে; নিজের তৃতীয় ওভারেই ৬১ বলে ৩৩ রানে থাকা কিষানকে থামান এই অফ স্পিনার। তবে সেটার জন্য তিনি ধন্যবাদ দিতে পারেন শর্ট এক্সট্রা কাভারে দুর্দান্ত ক্যাচ নেওয়া সেই ওয়েলালাগেকেই। দারুণ সেই কাচের পর নিজের স্পেল শেষ করতে এসে ভারতের ঘুরে দাঁড়ানোর আশায় জল ঢেলে শেষ বলে হার্দিক পান্ডিয়াকেও উইকেটের পেছনে তালুবন্দি করান, রিভিউয়ের সুবাদে। ওয়েলালাগের পাঁচ উইকেটের পরিক্রমায় এরপর স্পিনের জাল বুনে ৪ রানে ফেরান জাদেজা ও ৫ রানে বুমরাহকে। শেষদিকে মোহাম্মদ সিরাজকে নিয়ে অবশ্য চেষ্টা চালিয়েছিলেন অক্ষর পাটেল। বৃষ্টি বাগড়া দিলে সেই অধ্যায়ের পর শেষ ওভারে গিয়ে মাহিশ থিকশানার শিকার হয়ে তিনি ৩৬ বলে ২৬ রানে থামলে ভারৎ পায় ২১৩ রানের সংগ্রহ।