মাহেদী-তানজিমদের বিশ্বকাপের আগে আশার বাণী শোনালেন হাথুরুসিংহে
কাগজে কলমে জয়টা মূল্যহীন। ফাইনালের আশা আগেই শেষ, ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না বাংলাদেশের। তবে শ্বাসরুদ্ধকর ৬ রানের জয়ে বেশ কিছু ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে দলের বেঞ্চ গভীরতায় সন্তুষ্ট কোচ আশার আলো শোনালেন তানজিম সাকিব, শেখ মাহেদীদের।
চোট, বিশ্রাম, ছুটি মিলে কাল দলে ছিলেন না নিয়মিত একাদশের অনেকে। পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ, পেস অ্যাটাক ছিল দ্বিতীয় সারির। সেই দল নিয়েই জেতায় বিশেষ করে দলের অনিয়মিত ক্রিকেটারদের জন্য আশার বাণী শোনালেন কোচ, 'ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে। এশিয়া কাপের আগে আমরা ভালো অবস্থাতেই এসেছিলাম। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। ক্যান্ডি, লাহোর, কলম্বোর মতো ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে আমাদের। ইনজুরির সমস্যাও ছিল। অবশ্যি এটা কোনো অজুহাত নয়। আমাকে যেটা আনন্দ দিয়েছে আমাদের স্কোয়াডের গভীরতা। কাল আমরা তিনজনকে বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ দিয়েছিলাম। বিশ্বকাপের আগে ১৫ জন ঠিক করার জন্য আমাদের অবশ্যই এখন গভীরতা আছে।'
শেষের দিকে শুভমান গিলকে করা আমহেদীর আউটের জন্য আলাদা করে তার প্রশংসা করলেন হাথুরু, 'মাহেদীকে দেখে আমি মুগ্ধ। আমি আগে ওকে বেশি দেখিনি,কাল ও শেষ দিকে বেশ কয়েকটা ওভার করেছে চাপের মধ্যে। বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে ওকে। গিলের উইকেট নিয়ে ও ম্যাচে ফিরিয়ে এনেছে।'
তানজিম হাসান সাকিবও দারুণ শুরুর পর শেষটা ভালো করেছেন। বিশ্বকাপে তার সম্ভাবনাও দেখছেন, 'হ্যাঁ,বিশ্বকাপের জণ্য ও দাবিটা ভালোমতো জানিয়ে দিয়েছে। এবাদত নেই আমাদের, আরও একজন ফাস্ট বোলারের জন্য ও নিজের দাবি জোরালো করেছে।'