• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "ন্যায়বিচার থাকলে অ্যাটলেটিকো জিতবে"

    "ন্যায়বিচার থাকলে অ্যাটলেটিকো জিতবে"    

    দুই মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ওই স্বপ্নভঙ্গ আরও অনেক দিন অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে। ডিয়েগো গডিনের গোলে জয়টা যখন সময়ের ব্যাপার, সার্জিও রামোস শেষ মুহূর্তে গোল করে সমতা ফিরিয়েছিলেন। এর পর অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকোকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল। জিয়ানলুইজি বুফন সেই ঘটনাটিই মনে করিয়ে দিয়ে বলছেন, এবার অ্যাটলেটিকো জিততে না পারলে সেটি হবে অবিচার।

    চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকোর শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গ এটাই প্রথম নয়। ১৯৭৪ সালে বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ মুহূর্তের গোলে ড্র করে অ্যাটলেটিকো। ফিরতি লেগটা ৪-০ গোলে জিতেছিল বায়ার্ন।

    বুফন তাই এবার চাইছেন, অ্যাটলেটিকোই যেন শেষ হাসি হাসে, “যদি ন্যায়বিচার বলে কিছু থেকে থাকে তাহলে এবার অ্যাটলেটিকোই জিতবে। দুই বছর আগে ওদের ভাগ্যটা খুব খারাপ ছিল। সার্জিও রামোস ৯৩ মিনিটে গোল করে রিয়ালকে বাঁচিয়ে দিয়েছিল। আমি খুব দৃঢ়ভাবেই বিশ্বাস করি খেলাধুলায় বদলা নেওয়ার সুযোগটা আসে।” ২০০৩ ও ২০১৫ সালে বুফন নিজেও ফাইনালে পরাজয়ের স্বাদ নিয়েছেন। অ্যাটলেটিকোর দুঃখটা তাঁর চেয়ে ভালো কম লোকই বুঝতে পারবেন!

    ওই ম্যাচের পর লা লিগায় একটি মাদ্রিদ ডার্বিতেও জিততে পারেনি রিয়াল। জিনেদিন জিদান আসার পর যে একটি ম্যাচ লিগে রিয়াল হেরেছে, সেটিও ওই অ্যাটলেটিকোর সঙ্গেই। তবে এর পর টানা ১১ ম্যাচে জয় পেয়েছে রিয়াল। বুফন তাই মনে করিয়ে দিচ্ছেন, অ্যাটলেটিকোর কাজটা সহজ হবে না, “কাজটা খুব কঠিন। কারণ এই ধরনের ম্যাচে খেলার অভিজ্ঞতা রিয়ালের অনেক বেশি।’