মিরপুরে প্রথম ওয়ানডের জয়ী বৃষ্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড, ১ম ওয়ানডে, মিরপুর(টস-বাংলাদেশ/বোলিং)
নিউজিল্যান্ড - ১৩৬/৫, ৩৩.৪ ওভার (ইয়াং ৫৮, নিকোলস ৪৪, মোস্তাফিজ ৩/২৩, নাসুম ২/২১)
ফলাফল: ম্যাচ পরিত্যক্ত
বৃষ্টি চোখ রাঙাচ্ছিল ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই; হলও তাই। প্রথম ওয়ানডেতে বৃষ্টি হল জয়ী। উইল ইয়াংয়ের ফিফটি ছাপিয়ে মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে খাবি খাচ্ছিল নিউজিল্যান্ড। তবে বৃষ্টিতে সেসব কিছুই আর চিন্তার খোরাক জোগায়নি।
বৃষ্টির আগে মোস্তাফিজুর রহমানের দারুণ স্পেলে খাবি খাচ্ছিল উইল ইয়াং-ফিন অ্যালেনের ওপেনিং জুটি। বৃষ্টির পরে খেলা ৪২ ওভারে নেমে আসলে সেই মোস্তাফিজই ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। অ্যালেনকে উইকেটের পেছনে তালুবন্দি করিয়ে মোস্তাফিজ তার মিরপুরের রূপে ফেরার ইঙ্গিত দেন। হলও তাই। একের পর এক ডানহাতির ব্যাট থেকে বেরিয়ে যাওয়া বলে হাপিয়ে উঠতে থাকে দুজন। সেখান থেকেই চ্যাড বাওয়েস উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানেই ফিরে যান তিনি।
তবে এরপর দারুণ এক জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নিকোলস-ইয়াং জুটি। দুর্দান্ত বল করতে থাকা নাসুমকে ইনিংসের প্রথম ছয় মেরে গিয়ার পালটানোর ইঙ্গিত দিতে থাকেন নিকোলস। তবে ২৮-তম ওভারে আক্রমণে ফিরেই আবারও হন্তারক মোস্তাফিজ; ৪৪ রানে থাকা নিকোলসকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। এক ওভার পরেই ৯১ বলে ৫৮ রান করা ইয়াংকেও ফেরান নাসুম। স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ইয়াং ফেরার এক বল পরেই রচীন রবীন্দ্র ফিরলে এরপর বৃষ্টি খেলা ভেস্তে দেয় পুরোপুরি।