• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    ব্লান্ডেলের ফিফটি, পেসারদের দাপট ছাপিয়ে 'মানকাড' কান্ড; নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৪

    ব্লান্ডেলের ফিফটি, পেসারদের দাপট ছাপিয়ে 'মানকাড' কান্ড; নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৪    

    বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২য় ওয়ানডে, মিরপুর(টস-নিউজিল্যান্ড/ব্যাটিং)
    নিউজিল্যান্ড - ২৫৪, ৪৯.২ ওভার (ব্লান্ডেল ৬৮, নিকোলস ৪৯, সোধি ৩৫, মাহেদী ৩/৪৫, খালেদ ৩/৬০, মোস্তাফিজ ২/৫৩)


    ব্যাটিং নিয়ে শুরুটা একেবারেই মনঃপুত হয়নি কিউইদের। আগের দিন ফিফটি পাওয়া উইল ইয়াং রানের খাতা খোলার আগেই মোস্তাফিজুর রহমানের দারুণ বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। কিছুক্ষণ পরে মোস্তাফিজের কাটারে তেড়েফুঁড়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন। উইকেটে এসে ভাল শুরু করেও ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে খালেদ আহমেদের প্রথম ওয়ানডে শিকার হয়ে ফেরেন চ্যাড বাওয়েস।

    তবে সেখান থেকে দলের হাল ধরেন ব্লান্ডেল-নিকোলস জুটি। দলীয় শতরান পূর্ণ করে ফেলেন ২১-তম ওভারেই। স্পিনারদের দক্ষতার সাথে সামলে শুরুর ধাক্কা পুরোপুরি সামাল দিয়ে ফেলেন দুজনেই; ৫৪ বলে ব্লান্ডেল পেয়ে যান ফিফটিও। তবে সেই ফিফটির দ্বারপ্রান্তে এসেই খালেদের দ্বিতীয় শিকার হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪৯ রানে থামেন নিকোলস।

    সেখান থেকে নিউজিল্যান্ডের ইনিংস ছোটখাটো একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। উইকেটে এসে সুবিধা করতে না পেরে মাহেদীর এলবিডব্লিউর ফাঁদে পড়ে রচীন রবীন্দ্র ফেরেন মাত্র ১০ রানে। সেখান থেকে গিয়ার পাল্টাতে গিয়ে হাসানের দুর্দান্ত এক ইয়র্কারে স্টাম্প খুইয়ে ৬৬ বলে ৬৮ রানে থামেন ব্লান্ডেল। নাসুম, মোস্তাফিজের আঁটসাঁট স্পেলের মাঝেই হাত খুলতে গিয়ে কোল ম্যাককঙ্কিও ফেরেন ২০ রানে নাসুমের পাতা এলবিডব্লিউর ফাঁদে পা ফেলে। তবে ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটা ঠিক ব্যাটে-বলে আসেনি। শেষদিকে ইশ সোধি রান যোগ করেই চলেছিলেন। এমন সময় নন-স্ট্রাইকিং প্রান্তে সোধিকে একটু বেরিয়ে যেতে দেখে ‘মানকাড’ করে বসেন হাসান। তবে উদারতা দেখিয়ে তাকে ঠিকই ফিরিয়ে আনেন লিটন। সেই সোধিই অবশ্য খালেদের তৃতীয় শিকার হয়ে শেষ উইকেট হিসেবে ফেরার আগে ৩৯ বলে ৩৫ রান করে নিউজিল্যান্ডকে এনে দিয়েছিলেন লড়াই করার রসদ।