• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    শেষ ওয়ানডেতে পরিবর্তনের ছড়াছড়ি: নেই তাসকিন?

    শেষ ওয়ানডেতে পরিবর্তনের ছড়াছড়ি: নেই তাসকিন?    

     এশিয়া কাপের পর নিয়মিতদের অনেকেই বিশ্রাম পেয়েছিলেন নিউজিল্যান্ড সফর থেকে। তবে শেষ ওয়ানডের আগে দলে ফিরছেন বেশ কয়েকজন। এর মধ্যেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্তর নাম। তবে শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে আছে সংশয়। 

    নিউজিল্যান্ড সিরিজের একদিন পরেই প্রস্তুতি ম্যাচের জন্য গৌহাটিতে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল তাসকিনের। কিন্তু পেটের পীড়ায় ভোগায় ফিট হয়ে মাঠে নামতে পারা অনিশ্চিত। 

    তবে তাসকিন না খেললেও শরিফুল ইসলাম খেলতে পারেন। হাসান মাহমুদ তো খেলেছেন আগের ম্যাচেই। বিশ্রামে আছেন মোস্তাফিজ। শান্ত তো আছেনই, এই ম্যাচে বিশ্রাম কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও।

    শেষ ওয়ানডের দল 

    নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন