• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    কেন গ্লাভসে লাগলেও লিটন আউট ছিলেন না?

    কেন গ্লাভসে লাগলেও লিটন আউট ছিলেন না?    

    রিস টপলির বলটা ছিল লেগ সাইডে। সেটা গ্লান্স করতে গেলেন লিটন দাস। জস বাটলার উইকেটের পেছনে ধরলেন সেটা। টপলি-বাটলার দুজনেই আপিল করলেন, ততক্ষণে অবশ্য লিটন হাঁটাও শুরু করে দিয়েছেন। তবে বল গ্লাভসে লাগলেও আসলে লিটন আউট ছিলেন না। 

    গৌহাটিতে ইংল্যান্ড-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে হয়েছে এই ঘটনা। বল লিটনের গ্লাভসে লাগলেও লিটনে তখন সেই হাতটা ছেড়ে দিয়েছিলেন, অন্য হাতে ধরা ছিল ব্যাট। নিয়ম অনুযায়ী সেই গ্লাভস ইম্প্যাক্টে ছিলো না বলে, অর্থাৎ ব্যাট তখন ঐ হাতে ছিল না বলে লিটন আউট হননি। লিটন ব্যাপারটা বুঝতে পারেননি, অবশ্য প্রস্তুতি ম্যাচে ডিআরএসও নেই। ৬ বলে ৫ রান করেই তাই ফিরে গেছেন লিটন।

    এই ম্যাচেও নেই অধিনায়ক সাকিব আল হাসান, তবে তার বদলে অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন সাকিবকে নিয়ে শংকা নেই। প্রথম ম্যাচের জন্য তিনি ফিট।