• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফাইনালের জন্য অনুপযুক্ত সান সিরো?

    ফাইনালের জন্য অনুপযুক্ত সান সিরো?    

    আর দিন দশেকের মতো বাকি। এরপরই মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আর  এই শেষ সময়ে এসে কিনা প্রশ্ন উঠেছে ফাইনালের ভেন্যুর উপযোগিতা নিয়ে! সংশয়টা প্রকাশ করছেন স্বয়ং উয়েফার ম্যাচ অপারেশনস ম্যানেজার কেইথ ডাল্টন।

     

     

    মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে আগামী ২৯শে মে ইউরোপসেরার মুকুটের জন্য মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও তাঁদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো। অথচ কয়েক দিনের ব্যবধানে দাঁড়িয়ে ডাল্টন যা বলছেন সেটা উদ্বিগ্ন হওয়ার মতোই, “ফাইনালের উপযুক্ত মাঠ প্রস্তুত করতে আমাদেরকে এখনও বেশ কিছু সমস্যা মোকাবেলা করতে হবে।”

     

    দোহায় অনুষ্ঠানরত ওয়ার্ল্ড স্টেডিয়াম কংগ্রেসে মি. ডাল্টন সান সিরোর মাঠকর্মীদের সামর্থ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন, “সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, (সান সিরোর) প্রধান মাঠকর্মী বয়সে তরুণ হলেও পুরো কর্মীদলে সে-ই একমাত্র ব্যক্তি যার এসব ব্যাপারে কারগরি দক্ষতা আছে। বাকিদের যোগ্যতা নামমাত্রই।”

     

    তবে যথাসময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলেই প্রত্যাশা তাঁর, “স্প্যানিশ সমর্থকরা নির্ভার থাকতে পারেন। মানের প্রশ্নে আমাদের লক্ষ্যটা বেশ উঁচুই। যেহেতু এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, আমরা সবকিছু নিখুঁত চাইছি। আমি নিশ্চিত সেটা যথাসময়ে হয়ে যাবে।”