নিউজিল্যান্ডের টানা চার জয়ের পর পয়েন্ট তালিকা
![নিউজিল্যান্ডের টানা চার জয়ের পর পয়েন্ট তালিকা](https://pavilion.com.bd/pavupload/post/22212/thumbnail/24614-1697699407030-ss.jpg)
ভারতকে সরিয়ে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ১৪৯ রানের ব্যবধানে হারিয়েছে কিউইরা। টানা দুই হারের পর ইংল্যান্ডের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে উঠে এসেছিল আফগানরা। তবে কিউইদের বিপক্ষে বিশাল হারে নবম অবস্থানে নেমে গেছে আফগানরা। টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে শ্রীলংকা।