সাকিববিহীন বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে
![সাকিববিহীন বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে](https://pavilion.com.bd/pavupload/post/22213/thumbnail/24615-1697703478264-ss.jpg)
ম্যাচের আগেও ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় ভারতের বিপক্ষে নামছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পুনেতে গ্রুপ পর্বের এই ম্যাচে দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দলে এসেছে দুটি পরিবর্তন। সাকিবের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদের জায়গায় এসেছেন হাসান মাহমুদ। ভারত দল পরিবর্তিত।