বিশ্বকাপের মাঝপথে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট কার?
![বিশ্বকাপের মাঝপথে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট কার?](https://pavilion.com.bd/pavupload/post/22252/thumbnail/24654-1698241647816-ss.jpg)
দেখতে দেখতে মাঝপথে এসেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এর মধ্যে দেখা গেছে দুর্দান্ত কিছু ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে কুইন্টন ডি কক উঠে এসেছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। করেছেন তিন সেঞ্চুরি। আজ সেঞ্চুরি করে সেরা পাঁচ উঠেছেন ডেভিড ওয়ার্নারও।
বোলাররাও দাপট দেখিয়েছেন বেশ। মিচেল স্যান্টনার আছেন উইকেট শিকারীর শীর্ষে। তাকে অবশ্য টপকে যেতে পারেন বুমররাহ-হেনরিদের যে কেউ।