• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    নিউজিল্যান্ড সফরে যে কারণে ডাক পেলেন হাসান মুরাদ, শাহাদাতসহ তিন নতুন

    নিউজিল্যান্ড সফরে যে কারণে ডাক পেলেন হাসান মুরাদ, শাহাদাতসহ তিন নতুন    

    নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখ হাসান মুরাদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মাহমুদ। অধিনায়কত্ব করবেন শান্ত। পিতৃত্বকালীন ছুটির জন্য নেই লিটন দাস, চোটের জন্য নেই সাকিব আল হাসান তাসকিন আহমেদ। অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। 

    নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া তিন তরুণের মধ্যে হাসান মাহমুদ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্ট খেলেননি। অন্যদিকে শাহাদাত দীপু আগে স্কোয়াডে ডাক পেলেও জাতীয় দলের হয়ে এখনো খেলা হয়নি। হাসান মুরাদও প্রথমবারের মতো ডাক পেলেন স্কোয়াডে। বাঁহাতি স্পিনার মুরাদ ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২৫ ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট। অন্যদিকে শাহাদাত দীপু সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে এমার্জিং কাপে গিয়ে চারদিনের ম্যাচে খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। 

    ২৮ নভেম্বর সিলেটে শুরু প্রথম টেস্ট। এরপর ৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

    স্কোয়াড 

    নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান , মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত দীপু, হাসান মুরাদ