• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    জয়ের সেঞ্চুরি হাতছাড়ার দিনে বাংলাদেশের তিনশো রানের সংগ্রহ

    জয়ের সেঞ্চুরি হাতছাড়ার দিনে বাংলাদেশের তিনশো রানের সংগ্রহ    

    ১ম  টেস্ট, ১ম দিন, সিলেট (টস-বাংলাদেশ/ব্যাটিং)

    বাংলাদেশ -৩১০/৯, ৮৫ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩, জেমিসন ২/৫৩, আজাজ ২/৭৬)


     

    সেঞ্চুরির আভাস দিয়েও আশির ঘরে ফিরতে হয়েছে আজ মাহমুদুল হাসান জয়কে, বাংলাদেশও তেমনি ব্যাট হাতে দারুণ এক দিনের আভাস দিয়েও সেটা পূর্ণ করতে পারেনি বলা চলে। প্রথম দিনেই তিনশো পার হলেও নিউজিল্যান্ড যে সুবিধাজনক অবস্থানে আছে, সেটাই হয়ত মানবেন অনেকেই। তবে দিন যত গড়াবে সিলেটের উইকেট আসলেই স্পিন বান্ধব হয়ে উঠলে বাংলাদেশের রান প্রসবা প্রথম দিনটাই হয়ত কাজে আসবে।

    জয়ের সাথে জুটি বেঁধে জাকির ওপেন করলেও দিনের ১৩-তম ওভারে আজাজের স্পিনে ধরাশায়ী হন এই বাঁহাতি ওপেনার। আজাজের তীক্ষ্ণ ঘূর্ণিতে স্টাম্প খুইয়ে ১২ রানে জাকির ফিরলে জয়কে সঙ্গী করে দারুণ শুরু করেছিলেন অধিনায়ক শান্ত। তবে প্রথম সেশন শেষ হওয়ার আগে সেই ইনিংসটাও বড় করতে না পেরে ফিলিপসের প্রথম টেস্ট শিকার হয়ে ফেরেন তিনি।  ফিলিপসের নিরীহ বলে উইকেট উপহার দিয়ে শান্ত ফিরলেও জয়ের দরুন প্রথম সেশনে বাংলাদেশ তুলে ফেলে ১০৪ রান।

    দ্বিতীয় সেশনে এবার জয়ের সাথে জুটিতে যোগ দেওয়া সাবেক অধিনায়ক মুমিনুল দেখাচ্ছিলেন আশা। তবে ফিলিপসের নিরীহ পার্ট টাইম অফ স্পিনে বারবারই ধরাশায়ী বাংলাদেশ। অপর প্রান্তে ফিফটিটা জয় পেলেও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ওই ৩৭ রানেই ফিরেন মুমিনুল। ওই সেশনেই আজাজকে উড়িয়ে মারতে গিয়ে এরপর উইকেট উপহার দিয়ে আসেন ১২ রানে থাকা মুশফিক।  জয় আরও একবার সেশনে নায়ক হলে চা-বিরতির আগে বাংলাদেশ তোলে ১৮৫ রান।

    অভিষিক্ত শাহাদাত হোসেন দীপুও শুরুটা করেছিলেন ভালই। তবে বাংলাদেশের উইকেট ছুঁড়ে দিয়ে আসার মিছিলে যোগ দিয়ে সেই ফিলিপসের শিকার হয়েই দীপু ফেরেন ২৪ রানে। জেমিসনের কিছুটা খাটো লেংথের বলে অনেকটা আধাখামচা একটা শট খেলে এরপর মিরাজও ফিরলে বাংলাদেশের ভরসা হয়েই ছিলেন জয়। বেশ কিছুক্ষণ ধরেই সোধির বলে সুবিধা করতে না পেরে তারই বলে মিচেলকে ক্যাচ দিয়ে ১৬৬ বলে ৮৬ রানে জয় থামলে বাংলাদেশের ভালো শুরুটা মিশিয়ে যেতে থাকে ধুলোয়। নাঈমকে নিয়ে এরপর নুরুল দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করলে ফিলিপস ব্রেক চেপে ধরেন। নাঈম-শরিফুলের ছোট ছোট অবদানে তাই আলোকস্বল্পতায় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ পার করতে পেরেছে তিনশো রানের মাইলফলক।