টেস্ট র্যাঙ্কিংয়ে রদবদল: বাংলাদেশের কে আছেন কোথায়?
সম্প্রতি শেষ হওয়া মিরপুর টেস্ট যেমন মাঠে ও মাঠের বাইরে অনেক তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে তেমনি র্যাঙ্কিংয়েও এনেছে বেশ কিছু রদবদল। সিলেট টেস্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে অনেকের উন্নতি হলেও মিরপুরে ব্যাটিংয়ের দুরূহ পরিস্থিতির প্রতিফলনটাই যেন দেখা গিয়েছে হালনাগাদ হওয়া র্যাঙ্কিংয়ে। শীর্ষ শত স্থানের মধ্যে বাংলাদেশিদের অবস্থানের কেমন রদবদল হয়েছে সেটাই দেখে আসা যাক।
ব্যাটার
- র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস: ১৮; সিরিজে না থাকলেও আছেন আগের জায়গায়।
- তিন ধাপ পিছিয়ে মুশফিক আছেন ২৩ নম্বরে
- টেস্ট সিরিজে না খেলেও নিজের আগের ৪১ নম্বর অবস্থানে আছে সাকিব
- সেঞ্চুরির পরের টেস্টে রান না পেয়ে চার ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অধিনায়ক শান্ত
- এক ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে টেস্ট সিরিজে না থাকা তামিম
- চার ধাপ পিছিয়ে ৫৭ নম্বরে মুমিনুল
- লড়াকু ফিফটির সুবাদে নয় ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জাকির
- দশ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে জয়
- ছয় ধাপ পিছিয়ে ৮৪ নম্বরে সোহান
- তিন ধাপ পিছিয়ে ৯০ নম্বরে মিরাজ
বোলিং
- র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম: ১৪, আছেন আগের জায়গাতেই
- দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে মিরাজ
- ১ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে সিরিজে না থাকা সাকিব
- ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে নাঈম
- ৯ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে শরিফুল
- ১ ধাপ পিছিয়ে ৬১ নম্বরে সিরিজে না থাকা এবাদত
- ২ ধাপ পিছিয়ে ৮৬ নম্বরে সিরিজে এক ম্যাচও না খেলা খালেদ
অলরাউন্ডার
- অনুমিতভাবেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব, আছেন আগের ৩ নম্বর অবস্থানেই
- ১ ধাপ এগিয়ে ১২ নম্বরে মিরাজ